Modi Punjab visit: জানুয়ারিতেই পঞ্জাব সফরে নমো, কৃষি আইন বাতিলের পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে জল্পনা
Narendra Modi: শুধু আইন বাতিলের ঘোষণাই নয়, দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী। নিন্দুকদের অনেকেই বলেছিলেন, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী
নয়া দিল্লি: ১৯ নভেম্বর, গুরু নানক জন্ম জয়ন্তীর দিন জাতির উদ্দেশ্যে ভাষণে কৃষি আইন বাতিলে কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আইন বাতিলের ঘোষণাই নয়, দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী। নিন্দুকদের অনেকেই বলেছিলেন, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী, কারণ কৃষি আইন লাগু হওয়ার পর সবথেকে বেশি প্রতিবাদে সরব হয়েছিলেন পঞ্জাবের কৃষকরা। এমনকি কৃষক আন্দোলনেও সব থেকে বেশি সক্রিয় ভূমিকায় ছিলেন পঞ্জাবের কৃষকরা। সংসদে নিয়মমাফিক আইন বাতিলের পরই, আগামী ৫ জানুয়ারি পঞ্জাবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রে খবর ফিরোজপুর পিসিআই স্যাটেলাইট সেন্টারের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৩ সালে, তৎকালীন ইউপিএ সরকার ৪৫০ কোটি টাকা ব্যয় পিজিআই স্যাটেলাইট সেন্টার তৈরির কথা ঘোষণা করেছিল। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কাজ আর এগোয়নি। ফিরোজপুর বিধায়ক ধর্মেন্দ্র সিং পিঙ্কি দাবি করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রকল্পকে অনুমোদন দিয়েছিলেন। এই পিজিআই স্যাটেলাইট প্রকল্প অনুমোদন পাওয়ার পর তৎকালীন পঞ্জাবের অকালি দল ও বিজেপি পরিচালিত সরকার এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে দেরি করেছিল। ২০১৭ সালে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার পরও, কেন্দ্র সরকারও প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট দেরি করে।
আট বছর পুরনো এই হাসপাতাল প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ৪০০ শয্যার ওই হসপিটালের ঘোষণা করেছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ফিরোজপুরের সাংসদ তথা অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল, গত বছরের সেপ্টেম্বরে বলেছিলেন যে পিজিআই স্যাটেলাইট কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে ২০২১ সালের বৈশাখীর দিনে কিন্তু কিছুই হয়নি। যদিও তার অনেক আগেই চলতি বছরের ১লা জানুয়ারি শিলান্যাস করেছিলেন ফিরোজপুরের বিধায়ক পিঙ্কি স্বয়ং। তবে ৪০ একর জায়গাজুড়ে অনুমোদিত এই প্রকল্পে সীমানা নির্ধারক দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
পঞ্জাব নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী মোদীর এই পঞ্জাব সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পঞ্জাবে বিধানলসভা নির্বাচনে লড়াই এবার ত্রিমুখী। একদিকে শাসক কংগ্রেস ও অন্যদিকে বিজেপি, অকালি দল ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেস। এবারের নির্বাচনে কেজরীবালে আম আদমি পার্টিও ভাল প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে পঞ্জাব নির্বাচনর গতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের।
আরও পড়ুন Narendra Modi at IIT Kanpur: ‘কানপুরে আজ দ্বিগুণ খুশি’, মেট্রো উদ্বোধনে গিয়ে বললেন মোদী