Punjab polls: ‘ঐক্যবদ্ধ হতে পেরে আমি খুশি’, বিজেপির সঙ্গে জোট প্রসঙ্গে বললেন ক্যাপ্টেন অমরিন্দর

Amrinder Singh: ইতিমধ্যেই পঞ্জাব জয়ের লক্ষ্য নিয়ে নিজের নিজের মত করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। দলের অন্তর্দ্বন্দ্ব খানিকটা সামাল দিয়ে এবারও ক্ষমতা ধরে রাখতে চাইছে কংগ্রেস।

Punjab polls:  'ঐক্যবদ্ধ হতে পেরে আমি খুশি', বিজেপির সঙ্গে জোট প্রসঙ্গে বললেন ক্যাপ্টেন অমরিন্দর
শাহ, নাড্ডার সঙ্গে বৈঠকে অমরিন্দর সিং। ছবি: এএনআই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 9:02 AM

চণ্ডীগড়: নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মনিপুর, গোয়ার সঙ্গেই অনুষ্ঠিত হবে পঞ্জাবের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পঞ্জাব জয়ের লক্ষ্য নিয়ে নিজের নিজের মত করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। দলের অন্তর্দ্বন্দ্ব খানিকটা সামাল দিয়ে এবারও ক্ষমতা ধরে রাখতে চাইছে কংগ্রেস। অন্যদিকে বিজেপির শরণাপন্ন হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঞ্জাব লোক কংগ্রেসের নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং।

অমরিন্দরের দাবি

ইতিমধ্যেই ক্যাপ্টেন জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করবে তাঁর দল। সোমবার তিনি বলেন বিজেপি ও শিরোমনি অকালি দল রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এক ছাতার তলায় এসেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি আগামী নির্বাচনে এই জোটই রাজ্যের ক্ষমতায় আসবে।

কী বললেন ক্যাপ্টেন?

ক্যাপ্টেন অমরিন্দর বলেন, “জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। এতে আমি খুশি।” সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্যাপ্টেন। বৈঠকের পরই পঞ্জাব নিয়ে আত্মবিশ্বাসের সুর তাঁর গলায়। তিনি আরও বলেন, “কেন্দ্রীয় ও রাজ্য বিজেপির পরিচালিত সরকার থাকলে পঞ্জাবে অভূতপূর্ব উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকারের সব সুবিধাই পাবে পঞ্জাব।”

আসন বন্টন প্রসঙ্গ

তিন দলের মধ্যে জোট হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে কোন দল কোন কয়টি আসনে লড়বে। সেই প্রসঙ্গে এদিন মুখ খোলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আসন ভাগাভাগির বিষয় নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত হবে। অমরিন্দর সিং বলেন। তিনি জানিয়েছেন, জেতার সম্ভাবনা উপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন ও সেই অনুযায়ী টিকিট বন্টন করা হবে। তাঁর দাবি, পঞ্জাব লোক কংগ্রেসের টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে, পঞ্জাবে নতুন কিছু হতে চলছে। তিনি বলেন, এবারের নির্বাচনে তিন দলের জোট রেকর্ড তৈরি করে।

ভোটের প্রতিশ্রুতি

জনগণের মন পেতে সমাজের সকল শ্রেণীর মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাপ্টেন। তিনি জানিয়েছেন যুবক ও কৃষকের ওপর বাড়তি নজর নজর দেওয়া হবে। কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ক্যাপ্টেন। এর পাশাপাশি যুবকদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন Suvendu Adhikari attacks Mamata Banerjee: ‘ভুয়ো খবর ছড়িয়ে খালি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা!’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন Mamata Banerjee on Omicron: বাড়ছে ওমিক্রন আতঙ্ক, ফের করোনা বিধিনিষেধের ইঙ্গিত মমতার