Punjab Polls: ধর্মীয় স্থান অপবিত্রতা ও মাদক নিয়ে পঞ্জাব সরকারকে ‘দুর্বল’ বলে আক্রমণ কেজরীবালের
Punjab Assembly Election 2022: কেজরীবাল জানিয়েছেন, পঞ্জাবের জনগণের প্রতি তিনি যথেষ্ট আস্থাশীল, যে তারা এই ধরনরে অশুভ শক্তিকে পরাস্ত করবে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নিকেও আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
চণ্ডীগঢ়: নতুন বছরের শুরুদিকেই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ার সঙ্গে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে পঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল. আজ পঞ্জাবের কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন। সম্প্রতি ধর্মীয় স্থান অপবিত্রতা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পঞ্জাব। দুই জনকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এরপরই গতকাল, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লুধিয়ানা আদালত। এই দুই ইস্যুকে সামনে রেখে পঞ্জাবরে চরণজিৎ চন্নি সরকারকে ‘দুর্বল’ বলে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
পঞ্জাব সফররত দিল্লির মুখ্যমন্ত্রী মাদক মামলা নিয়েও কংগ্রেস সরকারকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া ওপর ওঠা মাদক মামলা আদতে ‘লোক দেখানো রাজনীতি’। বৃহস্পতিবার লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণের মামলায় ১ জনের মৃত্যুর পাশাপাশি ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপরই পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করে রাজ্য সরকার। এই প্রসঙ্গে সাংবাদিকদের কেজরীবাল বলেন, “কয়েকদিন আগে পঞ্জাবে ধর্মীয় অপবিত্রতার অভিযোগ উঠেছিল। এবার লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনা ঘটল। বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার ষড়যন্ত্র করা হচ্ছে। বেশ কিছু ব্যক্তি এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।”
কেজরীবাল জানিয়েছেন, পঞ্জাবের জনগণের প্রতি তিনি যথেষ্ট আস্থাশীল, যে তারা এই ধরনরে অশুভ শক্তিকে পরাস্ত করবে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নিকেও আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পঞ্জাবে একটি দুর্বল সরকার চলছে। শাসকদলের নেতারা নিজেদের মধ্যেই লড়াই করতে ব্যস্ত। পঞ্জাবে সৎ ও শক্তিশালী সরকার প্রয়োজন যার সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করবে।” কেজরীবালের অভিযোগ, পঞ্জাবের স্বর্ণ মন্দির অপবিত্রতার পিছনে যারা জড়িত ছিলেন, তাদের অন্য কেউ উদ্দেশ্য নিয়েই সেখানে ওই কাজের জন্য পাঠিয়েছিল। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্য নিয়ে তাদের সেখানে পাঠানো হয়েছিল বলেই মনে করেন কেজরি। বিগত পাঁচ বছরে পঞ্জাবে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। কেজরীবাল বলেন, “পঞ্জাবে যতদিন শক্তিশালী সরকার না আসবে, ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।” আম আদমি সরকার প্রতিষ্ঠিত হলে এই ধরনের অপরাধীদের আটক করা হবে বলেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
মাদক পাচার ও মাদকের ব্যবহার পঞ্জাবের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। সেই নিয়ে কংগ্রেস সরকারকে আক্রমণ করেন অরবিন্দ কেজরীবাল। “সরকার গঠনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, যে একমাসের মধ্যে পঞ্জাব থেকে মাদক মাফিয়াদের নির্মুল করা হবে। কিন্তু শেষ পাঁচ বছরে মাত্র একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এবং রাজ্য কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু এই নিয়ে গর্ব করছেন”