Punjab Polls: একসঙ্গে সিধু ও চন্নি, ধরা পড়ল পঞ্জাব কংগ্রেসের ঐক্যবদ্ধ ছবি

Punjab Assembly Election 2022: এআইসিসির তরফে পঞ্জাব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ চৌধুরি ও পঞ্জাব কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। চন্নি বেরিয়ে যাওয়ার পর সিধু ও জাখরের মধ্যে একটি পৃথক বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর।

Punjab Polls: একসঙ্গে সিধু ও চন্নি, ধরা পড়ল পঞ্জাব কংগ্রেসের ঐক্যবদ্ধ ছবি
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 8:45 PM

চণ্ডীগঢ়: পঞ্জাব কংগ্রেসের আবহাওয়া বোঝা ক্রমেই মুশকিল হয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই অভ্যন্তরীণ দ্বন্দে জেরবার ছিল শতাব্দী প্রাচীন এই দলটি। তবে আজ যে ছবি ধরা পড়ল, তাতে আপাতভাবে মনে হচ্ছে বিরোধীদের সামলাতে পঞ্জাবে কংগ্রেস ঐক্যবদ্ধ। বুধবার, দলের সদর দফতরে একসঙ্গেই আসেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এবং পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। জানা গিয়েছে, রাজ্য কংগ্রেসের প্রচার কমিটির প্রধান সুনীল জাখরের আমন্ত্রণেই দলের শীর্ষনেতা বৈঠকে উপস্থিত ছিলেন।

জাখরের সঙ্গে দেখা করতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চন্নির দলের সদর দফতরে আসার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ মঙ্গলবার নিজের বাড়িতে জাখরের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন চন্নি, কিন্তু জাখর সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন, দলের সদর দফতর ছাড়া তিনি দেখা করবেন না।

এআইসিসির তরফে পঞ্জাব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ চৌধুরি ও পঞ্জাব কংগ্রেসের সাধারণ সম্পাদক পরগত সিং এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। চন্নি বেরিয়ে যাওয়ার পর সিধু ও জাখরের মধ্যে একটি পৃথক বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর। সিধু ও জাখরের মধ্যেকার সমস্যাও পঞ্জাব কংগ্রেসে সুবিদিত। জাখরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি জটশিখ নন এই দাবিই তাঁর মুখ্যমন্ত্রী হওয়া রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

সূত্র মারফত খবর এদিনের বৈঠকে জাখর শীর্ষনেতাদের কাছে প্রচারে জোর দেওয়ার আবেদন জানিয়েছেন, কারণ যেকোনও মূহুর্তে নির্বাচন ঘোষণা হতে পারে। রাজনৈতিক মহলের মতে ইতিমধ্যে শিরোমণি অকালি দল এবং আম আদমি পার্টি একের পর এক বড় সভা সমাবেশের আয়োজন করছে। কংগ্রেস এখন থেকে মাঠে না নামলে প্রচারের লড়াইতে তারা পিছিয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এদিনে বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ভোটের আগেই নানা ইস্যুতে পঞ্জাব কংগ্রেসের দ্বন্দ একেবারে জনসমক্ষে চলে এসেছিল। নাটকীয়ভাবে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রী পদে ইস্তাফা, চরণজিৎ চন্নির মুখ্যমন্ত্রী হওয়ার পর নানা ইস্যুতে দলের সরকারে বিভিন্ন সিদ্ধান্তে বিরোধিতা, সব কিছুর কেন্দ্র বিন্দুতে ছিলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। সম্প্রতি মনে করা হয়েছিল নির্বাচনের আগে কড়া বার্তা দিতে হয়ত সিধুর ডানা ছাঁটছে কংগ্রেস হাইকমান্ড, কিন্তু সোমবার দেখা গিয়য়েছে সিধুতেই আস্থা রাখলেন রাহুল-সনিয়ারা। পঞ্জাব কংগ্রেসর নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নভজ্যোত সিং সিধুকে। ২৯ সদস্যের ওই নির্বাচনী কমিটির প্রধান করা হয়েছে সিধুকে।

আরও পড়ুন Punjab Polls: কংগ্রেসে যোগ দিচ্ছেন হরভজন সিং? সিধুর টুইটে তুঙ্গে জল্পনা

আরও পড়ুন Punjab Polls: ‘দেশের সবথেকে বড় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করব’, ভোটমুখী পঞ্জাবে প্রতিশ্রুতি কেজরীবালের