AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tripura elections 2023: রাত পোহালেই গণনা, নজরে ত্রিপুরার এই ছয় তারকা প্রার্থী

Tripura assembly elections 2023: রাত পোহালেই ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। চোখ রয়েছে এই ছয় তারকা প্রার্থীর উপর।

Tripura elections 2023: রাত পোহালেই গণনা, নজরে ত্রিপুরার এই ছয় তারকা প্রার্থী
রাত পোহালেই গণনা, নজরে এই তারকা প্রার্থীরা
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 8:14 PM
Share

আগরতলা: রাত পোহালেই ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বিজেপি এবং তার সহযোগী দলগুলি ক্ষমতা ধরে রাখার বিষয়ে আশাবাদী। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপির ক্ষমতা ধরে রাখারই ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, এতদিনের দুই শত্রুপক্ষ কংগ্রেস এবং বামেরা একসঙ্গে জোট গড়ে বিজেপি সরকার উল্টে দেওয়ার আশা দেখছে। এইবারের ত্রিপুরা ভোট অবশ্য ত্রিমুখী। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমকে দেওয়া ফল করার ,স্বপ্ন দেখছে তারা। গণনার দিন চোখ থাকবে কোন কোন তারকা প্রার্থীদের দিকে? আসুন দেখে নেওয়া যাক ত্রিপুরার তারকা প্রার্থীদের –

মানিক সাহা (বিজেপি) – টাউন বড়দোয়ালি: বিজেপির পক্ষ থেকে সরকারিভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা হলেও, ক্ষমতায় ফিরতে বিজেপি-আইপিএফটি জোট লড়ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বেই। টাউন বড়দোয়ালি আসনে তাঁকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন কংগ্রেসের আশিস কুমার সাহা। গত বছরের জুনে, উপনির্বাচনে আশীষ কুমার সাহাকেই হারিয়ে এই আসনে জয়ী হয়েছিলেন মানিক সাহা।

জিষ্ণু দেব বর্মা (বিজেপি) – চারিলাম: রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বেশ জনপ্রিয় ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। চারিলাম আসনটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। এই আসনে গত বারও তিনি জয়ী হয়েছিলেন। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী – কংগ্রেসের অশোক দেব বর্মা এবং তিপ্রা মথা পার্টির সুবোধ দেব বর্মা।

রাজীব ভট্টাচার্য (বিজেপি) – বনমালিপুর: বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী হয়েছেন বনমালিপুর বিধানসভা কেন্দ্র থেকে। ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকেই লড়ে জিতেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর বদলে মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজীব ভট্টাচার্যকে রাজ্যের সভাপতি নিযুক্ত করেছিল বিজেপি। বনমালিপুরে প্রাক্তন বিধায়ক গোপাল রায়কে প্রার্থী করেছে কংগ্রেস। তৃতীয় প্রার্থী হলেন তৃণমূলের শান্তনু সাহা।

জিতেন্দ্র চৌধুরী (সিপিআইএম) – সাব্রুম: সরকারিভাবে ঘোষিত না হলেও, বাম-কংগ্রেস জোটের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম-এর রাজ্য সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির শঙ্কর রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ২০১৮-য় সাব্রুমে সিপিআইএম-এর রিতা কর মজুমদারকে মাত্র ২,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন শঙ্কর রায়।

প্রতিমা ভৌমিক (বিজেপি)- ধানপুর: কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে ধানপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতেন সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এবার বয়সের কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁর বদলে কৌশিক চন্দকে প্রার্থী করেছে সিপিআইএম। ধানপুর থেকে অমিয় দয়াল নোয়াটিয়াকে প্রার্থী করেছে তিপ্রা মথা।

সুদীপ রায় বর্মন (কংগ্রেস)- আগরতলা: ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে আগরতলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুদীপ রায় বর্মন। পরে তিনি কংগ্রেসে ফিরে আসেন। গত বছরের উপনির্বাচনে প্রায় ৩,০০০ ভোটে বিজেপির অশোক সিনহাকে পরাজিত করেছিলেন তিনি। এবার জোটের কারণে বাম দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে না। সুদীপ রায় বর্মনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির পাপিয়া দত্ত এবং রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-র অর্ণব রায়।