Mamata Banerjee in Uttar Pradesh: ‘আব কি বার, দেশ কা সরকার’, অখিলেশকে পাশে নিয়ে দিল্লি জয়ের ডাক মমতার
Mamata Banerjee in Uttar Pradesh: বিজেপিকে হারানোই হবে মূল লক্ষ্য। অখিলেশকে জেতাতে হবে। উত্তর প্রদেশে গিয়ে এই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর প্রদেশ : লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশেও (Uttar Pradesh) তৃণমূল লড়াই করবে, এই বার্তা আগেই দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার উত্তর প্রদেশে গিয়ে অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) সঙ্গে নিয়ে দিল্লি দখলের বার্তা দিলেন তিনি। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বললেন, ‘আব কি বার, অখিলেশ সরকার’, একই সঙ্গে বলতে ভুললেন না, ‘আব কি বার, দেশ কা সরকার’। যোগী-রাজ্যে মমতার বার্তা, উত্তর প্রদেশ থেকে বিজেপিকে সরাতে পারলে, দেশ থেকেও সরবে বিজেপি। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সমর্থনে প্রচার করতেই গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির কার্যালয় থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন মমতা। আর সেখান থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নেত্রী।
‘বিজেপিকে হারান এটাই বলতে এসেছি’
মঙ্গলবার একদিকে অখিলেশ দাবি করলেন, ‘মমতাকে দেখে হারের ভয় আরও বেড়ে যাবে বিজেপির।’ আর সাংবাদিকদের মুখোমুখি হয়েই সোজাসাপটা বার্তা দিলেন মমতা। বললেন, ‘বিজেপিকে হারাতে হবে। আমি এটা বলতেই এসেছি। আমি উত্তর প্রদেশ নির্বাচনে লড়ছি না। তবে, দেশ কে যদি বিজেপির হাত থেকে বাঁচাতে হয়, তাহলে ভাই অখিলেশকে সমর্থন করতে হবে।’
‘উত্তর প্রদেশ থেকে বিজেপিকে সরাতে পারলে…’
উত্তর প্রদেশে যে ক্ষমতায় আসে, দিল্লির মসনদও থাকে তারই হাতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এমনটা মনে করে থাকেন। এ দিন মমতাও উল্লেখ করলেন সে কথা। তিনি বললেন, ‘উত্তর প্রদেশ সবথেকে বড় রাজ্য।’ তাঁর দাবি, উত্তর প্রদেশ থেকে যদি বিজেপিকে সরানো যায়, তাহলে গোটা দেশ থেকেই চলে যাবে। তিনি আরও বলেন, ‘আপনারা বিজেপির মিথ্যা কথার ভিত্তিতে ভোট দেবেন? নাকি, যে আসলে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে, তাকে ভোট দেবেন?’ সবাইকে একজোট হয়ে বিজেপিকে হারাতে হবে বলে বার্তা দেন তিনি।
কয়েক দিন আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের পর উত্তর প্রদেশ থেকে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪- এর লোকসভা নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজ্যে, তৃণমূল যে লড়াই করবে, তা আগেভাগেই জানিয়ে রেখেছেন তিনি। আর এবার সেই রাজ্যে গিয়ে আরও একবার সেই বার্তাই দিলেন মমতা। যদিও তিনি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে লড়বেন কি না, সে ব্যাপারে এ দিন স্পষ্ট কোনও বার্তা দেননি।
‘উত্তর প্রদেশে উজ্জতের লড়াই’
পাঁচ রাজ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু মমতা কেন প্রচারের জন্য উত্তর প্রদেশকে বেছে নিলেন, সেই প্রশ্নের উত্তরে মমতা আগেই জানিয়েছিলেন, গোয়া অন্য কেউ দেখছে বলে তিনি আপাতত যাচ্ছেন না। তবে পঞ্জাবও যে তাঁর পছন্দের তালিকায় আছে, সে কথা উল্লেখ করেছিলেন তিনি। এ দিন মমতা উল্লেখ করলেন, পাঁচ রাজ্যের মধ্যে তিনি উত্তর প্রদেশকেই বেছে নিয়েছেন, কারণ তিনি মনে করেন, ‘উত্তর প্রদেশে উজ্জতের লড়াই’।