UP Elections 2022: অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে মমতা, একের পর এক টুইটবাণ শুভেন্দুর
Mamata Banerjee: অখিলেশ যাদবকে সমর্থন জানাতে উত্তর প্রদেশে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যৌথ ভার্চুয়াল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব।
কলকাতা: যোগী রাজ্যে সমাজবাদী পার্টি বা সপা-র (Samajwadi Party) নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তর প্রদেশে (Uttar Pradesh Election 2022) পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লখনউয়ে ভার্চুয়াল র্যালি করবেন অখিলেশের সমর্থনে। সপার অন্দরে সাজ সাজ রব। মুখিয়ে তৃণমূলও। তবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তর প্রদেশ সফরকে কটাক্ষ করেছে প্রথম থেকেই। মঙ্গলবার সাত সকালে টুইট করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, উত্তর প্রদেশে যিনি গণতন্ত্রের কথা বলতে গিয়েছেন, বাংলায় ভোটের সময় তাঁর দল কী করেছে তা যেন গোবলয়ের মানুষ না ভুলে যান। টুইটারে শুভেন্দু লেখেন, ‘আমি উত্তর প্রদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই, যিনি গণতন্ত্রের মূল্যবোধের প্রচারে নেমেছেন, তাঁর হাতেই রক্ত। বাংলা বিজেপির ৫৫ জন কর্মীর রক্ত।’
I would like to remind the respectable people of UP, that, the lady on propaganda peddling tour preaching democratic values, has blood on her hands. Blood of 55 @BJP4Bengal karyakartas including WB Vidhan Sabha election candidate Manas Saha. History would depict her as a tyrant.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 8, 2022
বিরোধী দলনেতার বক্তব্যে উঠে এসেছে, ভোটের সময় ও ভোট পরবর্তী পরিস্থিতিতে এ রাজ্যে হিংসার অভিযোগ। একইসঙ্গে বেশ কিছু ভিডিয়োও নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন তিনি। হিংসার উদাহরণ হিসাবে সেগুলি তুলে ধরেছেন। যদিও এ প্রসঙ্গে পাল্টা ফিরহাদ হাকিমের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের রাজনীতি করেন। শুভেন্দু এইসব টুইট করে বাঁচার চেষ্টা করছে মাত্র।
অখিলেশ যাদবকে সমর্থন জানাতে উত্তর প্রদেশে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যৌথ ভার্চুয়াল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব। পরে ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠকও করবেন তাঁরা। যোগী রাজ্যেই পা রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে হারানোই হবে মূল লক্ষ্য। এদিন লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির কার্যালয় থেকে হবে যৌথ ভার্চুয়াল সভা। গোটা উত্তর প্রদেশের মানুষের কাছে বার্তা দেবেন মমতা। অখিলেশকে আবারও সে রাজ্যের মসনদে বসাতে আবেদন রাখবেন তৃণমূল সুপ্রিমো।
আট দফার ভোট হবে উত্তর প্রদেশে। লোকসভা কিংবা বিধানসভা আসনের নিরিখে দেশের মধ্যে সর্ববৃহৎ এঅ রাজ্য। এই ভোটকে কেন্দ্র করে প্রথম থেকেই উন্মাদনা তুঙ্গে। তবে মঙ্গলবার সেই পারদ আরও কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে। কারণ একদিকে অখিলেশের হয়ে মমতার প্রচার যেমন নজরে, তেমনই এদিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে উত্তর প্রদেশে ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। একই রাজ্যে অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দ্বৈরথ কেমন হয়, তা দেখতে উন্মুখ গোটা দেশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা