কলকাতাতেও কার্পেট বম্বিং বিজেপির, শহরজুড়ে ৬ হাজারের বেশি সভা করবেন শাহ

আগামিকাল থেকেই সেই কর্মসূচির সূচনা হচ্ছে। দমদম ও বরানগর থেকে মঙ্গলবার এই বিরাট প্রচারযজ্ঞ শুরু করবেন শাহ।

কলকাতাতেও কার্পেট বম্বিং বিজেপির, শহরজুড়ে ৬ হাজারের বেশি সভা করবেন শাহ
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 9:26 PM

কলকাতা: রাজ্যে বাকি আর চার দফার ভোট। আর নির্বাচনের দ্বিতীয় ভাগে এ বার শহর ও শহরতলির উপর বিশেষ নজর দিতে চলেছে গেরুয়া শিবির। অতীতের নির্বাচনী ট্রেন্ড অনুযায়ী ঠিক যে শহরাঞ্চলে এখনও বিজেপির পায়ের তলার মাটি শক্ত নয়, সেখানেই সবচেয়ে বেশি জোর দেবে বিজেপি।

সূত্রের খবর, আগামী কয়েকদিনে কলকাতা ও তার সংলগ্ন শহরতলির ৪০ টি বিধানসভা কেন্দ্রে ২ হাজার পথসভার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে প্রায় ৬ হাজার কর্মিসভাও করা হবে শহরের বুকে। আগামিকাল থেকেই সেই কর্মসূচির সূচনা হচ্ছে। দমদম ও বরানগর থেকে মঙ্গলবার এই বিরাট প্রচারযজ্ঞ শুরু করবেন শাহ।

একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যেই কার্পেট বম্বিং চালাচ্ছে বিজেপি। তবে বাংলার ২৯৪ টি আসনের মধ্যে যে ৫০ শতাংশ আসন শহর ও শহরতলির অর্ন্তভুক্ত, সেখানে বিজেপির প্রাপ্ত ভোটের হার কম ছিল ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী। এই ক্ষত মেরামত না করলে যে নীলবাড়ি দখলের স্বপ্ন পূরণ হবে না সেটা বুঝতে পেরেই কলকাতাকে পাখির চোখ করে নাগাড়ে সভা করা শুরু করছে বিজেপি। এবং সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন খোদ অমিত শাহ।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের

বিজেপি সূত্রে খবর, এই সভাগুলির বেশিরভাগ প্রধানত সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে। যেহেতু শহরের বেশিরভাগ মানুষ কাজ সেরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরেন, সেক্ষেত্রে কৌশলীভাবে সভাগুলির নির্ঘণ্টও সেই সময়েই বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘ওঁরাও মানুষ, আমরাও মানুষ, আপনারা আপনাদের কাজ করে যান’, শীতলকুচির ঘটনার পর কর্মীদের পাঠ অনুব্রতর