বিজেপি নেতার বাড়ির দরজায় বাদামি খাম, হাতে তুলতেই শিউরে উঠলেন মা

ভোটের (West Bengal Election 2021) বাংলায় জেলায় জেলায় হুমকি, সংঘর্ষের অভিযোগ উঠতে শুরু করেছে। হালিশহরের এক বিজেপি নেতার বাড়িতে শনিবার রাতে এই চিঠি আসে।

বিজেপি নেতার বাড়ির দরজায় বাদামি খাম, হাতে তুলতেই শিউরে উঠলেন মা
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Feb 28, 2021 | 10:08 AM

উত্তর ২৪ পরগনা: রক্তমাখা হুমকি চিঠি পৌঁছল ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংগঠনিক জেলার মিডিয়া সেলের প্রতিনিধি শুভাশিস মৈত্রর বাড়িতে। হালিশহরের খাসবাটি সাউথ রোডের বাসিন্দা তিনি। তাঁরই বাড়িতে কেউ একটি খাম রেখে যায় বলে অভিযোগ। শুভাশিসবাবুর দাবি, শনিবার রাতে বাদামি রঙের একটি খাম কেউ তাঁর বাড়িতে ফেলে রেখে যায়। সেখানে রক্ত দিয়ে লেখা ছিল, ‘এবার তোর পালা’। এই ঘটনায় উদ্বেগ তাঁর পরিবারে। বীজপুর থানার পুলিশ এসে খামটি নিয়ে যায়। শুভাশিসের অভিযোগ, তাঁকে ভয় দেখাতেই কেউ এগুলি করেছে। অভিযোগের নিশানায় তৃণমূল।

ভোট ঘোষণা হতেই জেলায় জেলায় হিংসা, আতঙ্কের পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। আগেভাগে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলেও ভোট নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের গড় হালিশহরের বীজপুর। শুভ্রাংশু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই একাধিকবার সেখানে গোলমালের ঘটনা ঘটেছে। তৃণমূল ও বিজেপির মধ্যেই মূলত সংঘর্ষের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: West Bengal Election 2021 LIVE: ভোট ঘোষণা হতেই শুরু হুমকি-হিংসার রাজনীতি

সম্প্রতি বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকে দেওয়াকে ঘিরেও কাঁচড়াপাড়ার কাপা এলাকায় তুমুল অশান্তি হয়। গেরুয়া শিবির কাঠগড়ায় তোলে পুলিশকে। অভিযোগ করে, শাসকদলের অঙ্গুলিহেলনে পুলিশ এসব করেছে। এ নিয়ে জল গড়ায় বহুদূর এরইমধ্যে হালিশহর খাসবাটির ঘটনা। শুভাশিস জানান, খামের উপর রক্ত দিয়ে এমন হুমকি বার্তা দিলেও বিজেপিকে আটকানো যাবে না। তবে এ ঘটনায় ভীত তাঁর পরিবারের লোকজন। শুভাশিসের মা স্বপ্না মিত্রের অভিযোগ, তাঁর একমাত্র ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। যদিও শুভাশিসের দাবি, ভয় দেখিয়ে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে বিরত রাখতে তৃণমূল এসব করছে।

অন্যদিকে তৃণমূলের যুব নেতা পাপন ঘোষ বলেন, ” আমাদের দল এর মধ্যে কোনওভাবেই যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা কারও অজানা নয়। ওদের দলেরই কেউ এমন কাজ করে থাকতে পারে।”

বঙ্গযুদ্ধ ২০২১: সব খবর পড়ুন এখানে