West Bengal Election 2021: শোভন-জায়া রত্নার পাড়ায় বৈশাখীর পোস্টারে ‘টুম্পা’ লিখে কুরুচিকর মন্তব্য!

| Edited By: | Updated on: Mar 01, 2021 | 12:49 AM

West Bengal Election 2021 News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।

West Bengal Election 2021: শোভন-জায়া রত্নার পাড়ায় বৈশাখীর পোস্টারে ‘টুম্পা’ লিখে কুরুচিকর মন্তব্য!
ফাইল চিত্র।

কলকাতা: বিধানসভা ভোট (West Bengal Election 2021)-এর নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় জেলায় হুমকি, হিংসার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কোথাও পাঠানো হচ্ছে রক্তমাখা হুমকি চিঠি। কোথাও আবার চলছে বেধড়ক মার। ভোট ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী হাজির হলেও হিংসার চোখ রাঙানি চলছেই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Feb 2021 04:32 PM (IST)

    বৈশাখীর পোস্টারে ‘টুম্পা’ লিখে কুরুচিকর মন্তব্য, তির রত্নার দিকে

    বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের ওপর ‘টুম্পা সোনা’ লিখে কুরুচিকর মন্তব্য। বিতর্ক তৈরি হল পর্ণশ্রীতে। আঙুল উঠল শোভন চট্টোপাধ্যায়ের ‘প্রাক্তন’ স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অনুগামীদের দিকে।

  • 28 Feb 2021 04:31 PM (IST)

    ‘ভাগীদারি করতে এসেছি, তোষণ করতে নয়’ ব্রিগেডে আব্বাস পৌঁছতেই ভাষণ থামিয়ে দিতে হল অধীরকে

    সেই পুরনো বেপরোয়া ভাব। হাত উঁচিয়ে, গলা ফাটিয়ে স্লোগান চড়ানো, চোয়াল শক্ত করে প্রতিপক্ষকে বিদ্ধ করা। ব্রিগেডের মঞ্চে আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মুখ আব্বাস উদ্দিন সিদ্দিকিকে সেই পুরনো মেজাজেই দেখা গেল। মঞ্চে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সামনে দাঁড়িয়েই তাঁকে বার্তা দিলেন তিনি। বলে গেলেন. “আমি এখানে ভাগীদারি করতে এসেছি। তোষণ করতে আসিনি।”

    বিস্তারিত পড়ুন: ‘ভাগীদারি করতে এসেছি, তোষণ করতে নয়’ ব্রিগেডে আব্বাস পৌঁছতেই ভাষণ থামিয়ে দিতে হল অধীরকে

  • 28 Feb 2021 01:29 PM (IST)

    সমাবেশে সীতারাম, অধীর, আব্বাস

    সমাবেশে সীতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, ভূপেশ বাঘেল, জিতিন প্রসাদ, আব্দুল মান্নান, আব্বাস সিদ্দিকি, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা। রয়েছেন তরুণ নেতৃত্ব ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্যরা। রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র, তরুণ মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়।

  • 28 Feb 2021 01:25 PM (IST)

    লক্ষ্য ব্রিগেড, রাস্তাতেই লাল ঝাণ্ডা খুলে ফেললেন ‘কমরেড’রা! কেন?

    আজ বামেদের ব্রিগেড। কাস্তে হাতুড়ির যৌথ সমাবেশে (Left Congress Brigade 2021) আজ থাকছেন আব্বাস সিদ্দিকিও। শহর আজ ঢেকেছে লাল ঝান্ডার মেলায়। কিন্তু সেই পতাকাও খুলতে হল আজ। কেন? এবারের ব্রিগেডে থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।অশক্ত শরীরে গরহাজির তিনি। তাঁকে ‘মিস’ করছে ব্রিগেড। কিন্তু রয়েছে সেই পুরনো আবেগই। তবে রক্ষণশীলতার ‘বেড়ি’মুক্ত এদিনের ব্রিগেড, বলছেন বিশ্লেষকরাই। আজ শহর জুড়ে কাস্তে হাতুড়ির মেলা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে হাত পতাকাও। পুলিশের গার্ড রেলেও দেখা যায় লাল পতাকা। কিন্তু পুলিশের চোখে পড়ে সে বিষয়। খবর যায় নির্বাচন কমিশনেও।

    বিস্তারিত পড়ুন: লক্ষ্য ব্রিগেড, রাস্তাতেই লাল ঝাণ্ডা খুলে ফেললেন ‘কমরেড’রা! কেন?

  • 28 Feb 2021 09:27 AM (IST)

    আজ দিনভর কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলবে শহরে

    রবিবার সকালে প্রগতি ময়দান, আনন্দপুর, পূর্ব যাদবপুর থানা এলাকায় রুটমার্চ করবে সিএপিএফ। বিকেলে রুটমার্চ চলবে সার্ভে পার্ক, পঞ্চসায়র থানা এলাকায়। অন্যদিকে জোড়াসাঁকো, মুচিপাড়া ও তালতলা থানা এলাকায় সেন্ট্রাল ফোর্স রুটমার্চ করবে সকালে।

  • 28 Feb 2021 09:24 AM (IST)

    আজ শহরে তেজস্বী, কথা হতে পারে মমতার সঙ্গে

    রবিবারই কলকাতায় আসছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তাঁর কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই জল্পনা দানা বেঁধেছে। শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন বিশেষ বৈঠক করতে পারেন এই আরজেডি নেতা। কিছুদিন আগেই আবার চাউর হয়েছিল, বামেরা আরজেডিকে আসানসোলের একাধিক আসন ছেড়ে দিতে পারে। সে জল্পনাও কিন্তু এখনও জিইয়েই রয়েছে।

  • 28 Feb 2021 09:13 AM (IST)

    বিজেপি নেতাকে রক্তমাখা হুমকি চিঠি

    রক্তমাখা হুমকি চিঠি পৌঁছল ব্যারাকপুরের বিজেপি সাংগঠনিক জেলার মিডিয়া সেলের প্রতিনিধি শুভাশিস মৈত্রর বাড়িতে। হালিশহরের খাসবাটি সাউথ রোডের বাসিন্দা তিনি। তাঁরই বাড়িতে কেউ একটি খাম রেখে যায় বলে অভিযোগ।

    বিস্তারিত পড়ুন: বিজেপি নেতার বাড়ির দরজায় বাদামি খাম, হাতে তুলতেই শিউরে উঠলেন মা

Published On - Feb 28,2021 4:32 PM

Follow Us: