‘বাচ্চা ছেলেও বলে দেবে আপনি হেরে গিয়েছেন!’ পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিলেন
মমতা (Mamata Banerjee) প্রশ্ন তুলেছেন কী করে বিজেপি (BJP) তাদের জয় নিয়ে এতটা নিশ্চিত? জবাব দিতে গিয়ে একগুচ্ছ যুক্তি দিয়ে বোঝালেন মোদী (Narendra Modi)
কোচবিহার: বাংলার নির্বাচনের (West Bengal Election 2021) শুরু থেকেই নজরে ছিল নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্র। আর দ্বিতীয় দফায় সেই নন্দীগ্রাম কেন্দ্রের ভোট হয়ে যাওয়ার পরই বাংলার ভোটচিত্রেও কিছুটা প্রভব পড়েছে। ফলাফল যদিও এখনও ভোটবাক্সে বন্দি, তবে নন্দীগ্রামের ভোট পরবর্তী প্রচারে ভাষা বদলে গিয়েছে সব পক্ষের। এক দিকে মোদী (Narendra Modi) যখন দাবি করছেন, ‘মমতা হেরে গিয়েছেন’, অন্য দিকে মমতা (Mamata Banerjee) ঠিক কত ভোটে জিতছে সেই হিসেবও দিয়ে দিচ্ছে তৃণমূল। কিন্তু মমতার সন্দিগ্ধ প্রশ্ন, ‘বিজেপি ফলাফল নিয়ে এতটা নিশ্চিত কী করে?’ তারই জবাব দিতে গিয়ে মোদী বলেন, ‘একজন বাচ্চাও বলে দেবে যে আপনি হেরে গিয়েছেন।’ কোন ভিত্তিতে এই দাবি, সেটাও ‘পয়েন্ট’ ধরে বুঝিয়ে দিলেন তিনি।
মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটের দিন কোচবিহারে নীশিথ প্রামাণিকের সমর্থনে প্রচার সভায় এসে মোদী আবারও উল্লেখ করেন, ‘দিদির হার নিশ্চিত’। আর মমতার প্রশ্নের উল্লেখ করে সেই দাবির ব্যাখ্যাও দেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, ‘দিদি আজকাল বলছেন, বিজেপি ভগবান নাকি! কী করে বিজেপি জানল যে তৃণমূল হারছে?’ তার জবাবে মোদীর সাফ দাবি, ‘দিদি হেরে গিয়েছেন, এটা বোঝার জন্য ভগবান হওয়ার দরকার পড়ে না।’ তিনি বলেন, ‘আমরা তো সাধারণ মানুষ। ভগবানের আশীর্বাদে দেশের সেবা করছি। ভোটে কে হারবে, কে জিতবে সেটা জানার জন্য ভগবানকে কষ্ট দিতে হয় না। মানুষই ভগবানের জায়গা নেন।’ অর্থাৎ তাঁর দাবি, মানুষই বলে দিচ্ছে যে তৃণমূলের হার নিশ্চিত।
মোদীর আরও দাবি, মমতার ব্যবহার বলে দিচ্ছে তৃণমূল হারবে। মমতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার রাগ, আপনার জেদ, আপনার ব্যবহার, আপনার কথা, এ সব দেখে কোনও বাচ্চাও বলে দেবে তৃণমূল হেরে গিয়েছে।’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সভায় গিয়ে বারবার বলছেন, ‘নন্দীগ্রামে জিতছি, নন্দীগ্রামে জিতছি’, মোদীর মতে, তাতেই নাকি স্পষ্ট যে মমতা আসলে হারছেন। এরপরই তিনি নন্দীগ্রামের ভোটের দিনের কথা উল্লেখ করেন। বলেন, ‘যে দিন ভোট চলছিল, সে দিন বুথে যে খেলা খেললেন আর যা বললেন, ওই দিনই পুরো দেশ জেনে গিয়েছে যে আপনি হেরে গিয়েছেন।’
এরপরই মহয়া মৈত্রের বারাণসীর খোঁচার কথাও মনে করিয়ে দেন। বলেন, ‘আপনার দলই ঘোষণা করে দিচ্ছে যে আপনি বারাণসী থেকে লড়বেন, তাতেই বোঝা যাচ্ছে যে বাংলা হারাতে চলেছে তৃণমূল। আর রাজনীতিতে টিকে থাকতেই অন্য রাজ্যে পা বাড়ানোর কথা ভাবছেন মমতা।’
আরও পড়ুন: বাংলার ভোটে লড়ছে মিম, সাত কেন্দ্রে প্রার্থী ঘোষণা ওয়েইসির
সাম্প্রতিক সভাগুলোতে মমতা বারবার বলছেন, ‘সংখ্যালঘু ভাই-বোনেরা ভোট ভাগ হতে দেবেন না।’ আর সেই বার্তাকেও হারের ইঙ্গিত বলেও মনে করছেন মোদী। তাঁর দাবি আসলে যে মুসলিম ভোট ব্যাংকের ওপর মমতা ভরসা করতেন, সেই মুসলিম ভোট ব্যাংকও মমতার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, মুসলিমরাও দূরে সরে যাচ্ছেন। তাই এ ভাবে আর্জি জানাতে হচ্ছে তৃণমূল নেত্রীকে।
উল্লেখ্য, মঙ্গলবারই কমিশনে ফিরহাজ হাকিম দাবি করেছেন, নন্দীগ্রামে মমতা ৫০ হাজার ভোটে জিতবেন।