West Bengal Panchayat Polls: রাতে উত্তপ্ত মুর্শিদাবাদ, প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হল বোমা

West Bengal Panchayat Polls: রাতেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রার্থীকে। সঙ্গে থাকা এক তৃণমূল কর্মী জানিয়েছেন, তিনি কোনও ক্রমে পাট ক্ষেতে গিয়ে প্রাণে বেঁচেছেন।

West Bengal Panchayat Polls: রাতে উত্তপ্ত মুর্শিদাবাদ, প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হল বোমা
হাসপাতালে আহত প্রার্থী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 8:38 AM

মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এখনও হিংসার ঘটনা অব্যাহত রাজ্যে। বৃহস্পতিবার রাতে কোথাও চলল গুলি, কোথাও ছোড়া হল বোমা। বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদে। গত কয়েকদিনে একাধিক হিংসার অভিযোগ উঠেছে এই জেলা থেকে। এবার শাসক দলের প্রার্থীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রাতেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রার্থীকে। সঙ্গে থাকা এক তৃণমূল কর্মী জানিয়েছেন, তিনি কোনও ক্রমে পাট ক্ষেতে গিয়ে প্রাণে বেঁচেছেন।

মুর্শিদাবাগ ডোমকলের ৯ নম্বর গড়াইমারী অঞ্চলের শ্রীকৃষ্ণপুর দাঁইড়পাড়া ২৪১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সাইফুল ইসলাম আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, তিনি ভোটের কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসা করা হয়েছে তাঁর। ওই প্রার্থীর হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সাইফুল এর আগে দুবার পরপর জয়ী হয়েছেন। এ বছর তৃতীয়বার ভোটে লড়ছেন তিনি। তাঁর জয় নিশ্চিত বলেই বিরোধীরা এভাবে আক্রমণ করছে, এমনটাই দাবি তৃণমূলের। সিপিএম নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, শুক্রবারই মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হিংসার ঘটনা খতিয়ে দেখতে ভোটের আগের দিন তাঁর এই সফর।

বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গা থেকে সামনে এসেছে অশান্তির ঘটনা। দিনহাটায় গুলিবিদ্ধ হয়েছেন তিন বিজেপি কর্মীথ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।