Panchayat Election 2023: পটনার আঁচ পঞ্চায়েতে! বিজেপিকে হারাতে কাছাকাছি তৃণমূল-সিপিএম
CPIM-TMC: ভাবুন কাণ্ড! যেখানে প্রতিদিন তৃণমূল-সিপিএমের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা চলছে, সেখানে এমন দৃশ্য? যদিও সরাসরি জোট নয়। বিজেপিকে হারাতে নির্দল প্রার্থীকে সমর্থন দিচ্ছে তৃণমূল ও সিপিএম উভয় শিবিরই। ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলা-২ গ্রাম পঞ্চায়েতের।
কোলাঘাট: পঞ্চায়েত ভোট হল গ্রাম দখলের লড়াই। অনেকেই বলে থাকেন, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত গ্রামের দখল কার হাতে থাকবে, না নিশ্চিত করার দৌঁড়ে পিছনে পড়ে যায় রাজনীতি-মতাদর্শের মতো ভারী ভারী কথা। এবার কি পূর্ব মেদিনীপুরেও সেই দৃশ্যই দেখা যাচ্ছে? কারণ, সেখানে বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূল-সিপিএমের কাছাকাছি আসার তত্ত্ব উঠে আসছে। ভাবুন কাণ্ড! যেখানে প্রতিদিন তৃণমূল-সিপিএমের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা চলছে, সেখানে এমন দৃশ্য? যদিও সরাসরি জোট নয়। বিজেপিকে হারাতে নির্দল প্রার্থীকে সমর্থন দিচ্ছে তৃণমূল ও সিপিএম উভয় শিবিরই। ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলা-২ গ্রাম পঞ্চায়েতের।
এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলেই ছিল ২০১৮ সালে। তবে বোরাডাঙির ৯৬ নম্বর বুথটি বিজেপি জিতে নিয়েছিল। আর এবার এই বুথে বিজেপির টিকিটে লড়ছেন মিতা পাল। কিন্তু তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি। এমন দৃশ্য পঞ্চায়েতের ময়দানে বিরল। সেখানে নির্দল প্রার্থী হয়ে আম চিহ্নে ভোটে লড়ছেন অনিন্দিতা পাল। সেই নির্দল প্রার্থীর দাবি, জোট হয়েছে। বললেন, ‘সিপিএম আর তৃণমূলের সঙ্গে নির্দল প্রার্থী হয়ে আমি দাঁড়িয়েছি।’ আমজনতার উন্নয়নের জন্য এই ‘মহাজোট’ তৈরি হয়েছে বলেই দাবি তাঁর।
অন্যদিকে বিজেপির তরফেও দাবি করা হচ্ছে তৃণমূল-সিপিএম জোট করেছে সেখানে। পদ্ম শিবিরের দাবি, গত পাঁচ বছরে বিজেপির সদস্য ওই এলাকায় যা উন্নয়ন করেছেন, তা ব্যাহত করতেই তৃণমূল ও সিপিএম একজোট হয়ে প্রার্থী দিয়েছে।
এদিকে সিপিএম ও তৃণমূল শিবির থেকে অবশ্য এমন কোনও জোটের কথা সরাসরি স্বীকার করা হয়নি। তবে ওই বুথে যে দুই দলই নির্দল প্রার্থীকে সমর্থন করছে, সেটি অবশ্য দুই দলই স্বীকার করে নিয়েছে। বামেদের দাবি, ওই নির্দল প্রার্থীর পরিবার বাম মনোভাবাপন্ন। তাই তারা সমর্থন করছে। আবার তৃণমূল শিবিরেরও দাবি, ওই প্রার্থী তৃণমূলের কাছে লোক। তাই তারা সেখানে প্রার্থী দেয়নি। তবে যে যাই বলুক না কেন, ভোট ময়দানে বিজেপিকে হারাতে দুই দলেরই একই নির্দল প্রার্থীকে সমর্থন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, এর আগে পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় নির্বাচনে রাম-বাম জোটের তত্ত্ব উঠে এসেছিল। তৃণমূল ঘেঁষা প্য়ানেলকে সাইডলাইন করতে কাছাকাছি এসেছিল বাম-বিজেপির নীচুতলার কর্মীরা। সেই নিয়ে চর্চাও হয়েছে অনেক। আর এদিকে গতকালই পটনায় সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্য়ায়রা বৈঠক করেছেন বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি পটনার সেই বৈঠকেরই কোনও আঁচ এসে পড়ল কোলাঘাটে?