Suvendu Adhikari: বাংলায় তৃণমূল-বাম-কংগ্রেসের ‘ফ্রেন্ডলি ম্যাচ’? পটনার ‘সেটিং’ নিয়ে প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari: টুইটারে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা লিখেছেন, পশ্চিমবঙ্গে যেমন কংগ্রেস আর সিপিএম হল তৃণমূলের বি টিম। আবার দিল্লিতে তৃণমূল আর সিপিএম মিলে কংগ্রেসের বি টিম। আবার যদি কেরলে দেখা যায়, তাহলে সেখানে সম্মুখসমরে কংগ্রেস ও সিপিএম।
কলকাতা: পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক নিয়ে গতকালই কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ আক্রমণের সুর আরও চড়ালেন শুভেন্দু। কংগ্রেস, তৃণমূল, সিপিএম… এদের রাজনৈতিক অবস্থান ও কাছাকাছি আসা যে স্থান-কাল-পাত্র বিশেষে বদলে যেতে পারে, সেই তত্ত্বও উসকে দিয়েছেন শুভেন্দু। টুইটারে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা লিখেছেন, পশ্চিমবঙ্গে যেমন কংগ্রেস আর সিপিএম হল তৃণমূলের বি টিম। আবার দিল্লিতে তৃণমূল আর সিপিএম মিলে কংগ্রেসের বি টিম। আবার যদি কেরলে দেখা যায়, তাহলে সেখানে সম্মুখসমরে কংগ্রেস ও সিপিএম।
আর এই নিয়েই বিরোধী জোটের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, গোটা বিষয়টাই ভীষণ বিভ্রান্তিকর। আর এখানেই শুভেন্দুর প্রশ্ন, তাহলে কি পশ্চিমবঙ্গে এই তিনটি দল নিজেদের মধ্যে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে? উল্লেখ্য, একদিকে যখন পটনায় তৃণমূল-কংগ্রেস-সিপিএম একসঙ্গে বৈঠকে বসছে। তখন আবার বাংলায় পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেস আর সিপিএম। সিপিএম আর কংগ্রেস সার্বিকভাবে কোনও জোটের ঘোষণা না করলেও, জেলাস্তরে কোথাও কোথাও সমঝোতা করে চলছে।
TMC = Trinamool + Marxists + Congress
In WB – (Congress + CPM) is the B Team of Trinamool
In Delhi – (Trinamool + CPM) is the B Team of Congress
In Kerala – Congress vs CPM
Very confusing indeed. So, are these parties playing a friendly match against themselves in WB?
Poor… pic.twitter.com/zP7DtkpL5k
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 24, 2023
পটনায় বিরোধী বৈঠকে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের একসঙ্গে বৈঠকে বসা নিয়ে জোর সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। বাংলার নীচুতলার কংগ্রেস ও বাম কর্মীদের উদ্দেশে শুভেন্দু লিখেছেন, ‘এখানে হতভাগ্য বাম-কংগ্রেস কর্মীরা মাঠে-ময়দানে রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন… আর ওদিকে তাঁদের শীর্ষ নেতারা পটনায় সেটিং করছেন। কারা এদের ভুল বোঝাচ্ছেন? রাজ্য নেতৃত্ব নাকি হাই কমান্ড?’ শুভেন্দু অধিকারীর কথায়, এমন পরিস্থিতিতে তৃণমূলের ‘দাঁত-নখ’-এর বিরুদ্ধে লড়াই করতে একমাত্র দল হল বিজেপিই।
যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গতকালই বলে দিয়েছিলেন, ‘অবিজেপি ধর্মনিরপেক্ষ দলগুলির নেতৃত্ব এক জায়গায় বসেছিল। বিজেপি বিদায় ঘণ্টা এমনিতেই বেজে গিয়েছে। সেই আনুষ্ঠানিক বিদায় প্রক্রিয়ার বৈঠক শুরু হল।’ কুণালের দাবি, বর্তমান রাজনীতিতে জোটের যুগ চলছে। বিজেপিকেও যে এনডিএ জোট নিয়ে চলতে হয় সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।