৬৭তম জাতীয় পুরস্কার: সেরা বাংলা ছবি ‘গুমনামী’, সেরা অভিনেত্রী কঙ্গনা
সেরা অভিনেতারর পুরস্কার পেলেন দু’জন। ‘ভোঁসলে’ ছবিতে অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ী এবং তামিল ছবি 'অসুরণ'- এ অভিনয়ের জন্য ধনুশ। ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’র জন্য সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত।
ঘোষিত হল ৬৭তম জাতীয় পুরস্কার। করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘোষিত হল বিজয়ীদের নাম। সেরা বাংলা ছবির সম্মান পেল সৃজিত মুখোপাধ্যায় (srijit mukherji) পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit chatterjee) অভিনীত ‘গুমনামী’। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সঙ্গীত পরিচালনার জন্য সম্মান আদায় করে নিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জোড়া পুরস্কার উত্সর্গ করলেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। টিভি নাইন বাংলাকে কৌশিক বলেন, “আমার খুব আনন্দ হচ্ছে যে জাতীয় স্তরে পুরস্কার পেলাম। সর্বভারতীয় স্তরে চিত্রনাট্য় ও জাতীয় স্তরে আবহসঙ্গীতের জন্য পুরস্কার পাওয়া। এটা খুবই বড় ব্যাপার, যে সারা বছরের ছবির মধ্যে আমাদের এখান থেকে এই ছবিগুলি স্বীকৃত হল। আমি এই পুরস্কার দু’টি (প্রয়াত) ঋতুপর্ণ ঘোষের সঙ্গে শেয়ার করতে চাই। ঋতুদা থাকলে খুব খুশি হতেন। আমি সৃজিতকেও অভিনন্দন জানাচ্ছি।”
অন্যদিকে সেরা অভিনেতারর পুরস্কার পেলেন দু’জন। ‘ভোঁসলে’ ছবিতে অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ী এবং তামিল ছবি ‘অসুরণ’- এ অভিনয়ের জন্য ধনুশ। ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’র জন্য সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’ পেল সেরা ছবির সম্মান। সেরা সহ-অভিনেতা বিজয় সৎপতি এবং সহ-অভিনেত্রীর মুকুট গেল পল্লবী যোশির মাথায়।
সোমবার বেস্ট বুক অব সিনেমার জাতীয় পুরস্কার ঘোষণা করেন শৈবাল চট্টোপাধ্যায়। এই বিভাগে সেরার সম্মান পেল অশোক রাহানের মারাঠি বই ‘দ্য ম্যান হু ওয়াচেস’। নন-ফিচার ফিল্ম বিভাগে বেস্ট ফিল্ম সমালোচক হিসেবে এ বছর সম্মানিত হলেন সোহিনী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, ‘২০৪০-এর মধ্যে প্রতি চার শিশুর মধ্যে একজনের জলের অভাব হবে’: দিয়া মির্জা
সাধারণত জাতীয় পুরষ্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। যদিও ৬৬তম জাতীয় পুরস্কারের মঞ্চে পুরস্কার প্রদান করেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। এ বার কার হাত থেকে বিজেতারা পুরস্কার পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য এক ডজন:
১. সেরা বাংলা ছবি: গুমনামী ২. সেরা হিন্দি সিনেমা – ছিছোরে ৩. সেরা সঙ্গীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র) ৪. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী) ৫. সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র) ৬. সেরা হিন্দি ছবি: ‘ছিছোরে’ (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি) ৭. সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য়) ৮. সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (‘ভোঁসলে’ ছবির জন্য ) ও ধনুশ (তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য) ৯. সেরা প্রচারমূলক ছবি: বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার) ১০. সেরা চিত্রনাট্য় (সংলাপ রচয়িতা): বিবেক অগ্নিহোত্রী (দ্য় তাশখন্ত ফাইলস) ১১. সেরা চিত্রগ্রহণ: জাল্লিকাট্টু ১২. সেরা পরিচালক: সঞ্জয় পূরণ সিং চৌহান (বাহাত্তর হুরেঁ)