নতুন ভ্রমণকাহিনির ই-বুক ‘বেড়ানোর ডাইরি’

লেখকের ব্যক্তিগত সংগ্রহের এই সংকলন পড়া যাবে 'সুইফট বুকস' অ্যাপে।

নতুন ভ্রমণকাহিনির ই-বুক 'বেড়ানোর ডাইরি'
Follow Us:
| Updated on: Nov 24, 2020 | 1:27 PM

ডিসেম্বর প্রায় দোরগোড়ায়। শহরবাসীও ধীরে ধীরে লেপ-কম্বলের নীচে আশ্রয় নিচ্ছে। ভিড় জমতে শুরু করেছে ট্যুরিস্ট স্পটগুলোতেও (Tourist spot)। ঘুরতে যাওয়ার অভিনব জায়গা খুঁজতে আপনিও নিশ্চয়ই স্মরণাপন্ন হচ্ছেন বিভিন্ন ট্র্যাভেল সাইটগুলোর! আচ্ছা, ভাবুন তো, এই ভ্রমণকাহিনিই যদি লেখেন কার্টুনিস্ট দেবাশীষ দেব! চোখের সামনে অসাধারণ সব ছবি ভেসে উঠল তো?

ঠিকই ধরেছেন। বাজারে এসেছে নতুন ভ্রমণকাহিনির ই-বুক (e-book)। সৌজন্যে দেবাশীস দেব। ঘুরতে গিয়ে বা ট্রেকিংয়ে গিয়েও ছবি আঁকতে ভোলেন না তিনি। সঙ্গে সেইসব চেনা-অচেনা জায়গার নানা গল্পও লিখে রাখেন। এইসব অভিজ্ঞতার গল্প এবং ছবি নিয়েই প্রকাশিত হয়েছে তাঁর ভ্রমণ সিরিজের দ্বিতীয় বই ‘বেড়ানোর ডাইরি’। ই-বুক হওয়ার সুবাদে সেখানে থাকছে বেশ কিছু ভিডিও ক্লিপসও। লেখকের ব্যক্তিগত সংগ্রহের এই সংকলন পড়া যাবে ‘সুইফট বুকস’ অ্যাপে। সরল ভাষায় তাঁর ভ্রমণ অভিজ্ঞতা, সেখানকার ছবি, ভিডিও ইত্যাদি নিয়ে ই-বুক ফরম্যাটে ‘মাল্টিমিডিয়া বই’ আলাদা করে নজর কাড়ার দাবি রাখে বটে।