Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেরেই ফেলছিলেন ডেলিভারি বয়কে! ‘সুইগি’র বিরুদ্ধে রেগে আগুন রণিত রায়

Ronit Roy: গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণিত। আচমকাই তাঁর সামনে চলে আসে এক মোপেড। ঘটতে পারত বড় দুর্ঘটনা। সেই আশঙ্কা থেকেই এই পোস্ট করেছেন রণিত। রণিতের এই অভিযোগের উত্তরও দিয়েছে সুইগি।

মেরেই ফেলছিলেন ডেলিভারি বয়কে! 'সুইগি'র বিরুদ্ধে রেগে আগুন রণিত রায়
'সুইগি'র বিরুদ্ধে রেগে আগুন রণিত রায়
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 9:08 PM

মারাত্মক রেগে গেলেন রণিত রায়। খাদ্য সরবরাহকারী সংস্থা ‘সুইগি’র উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এও জানিয়েছেন, আর একটু হলেই ওই সংস্থারই এক ডেলিভারি বয়কে মেরে ফেলছিলেন তিনি। কিন্তু কেন? কী এমন ঘটেছে? সবটা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন রণিত। লিখেছেন, “সুইগি আমি আপনাদের একজন রাইডারকে মেরে ফেলছিলাম। নির্দেশ মেনে ওঁদের বাইক চালানো উচিৎ। ছোট মোপেড চালানোর অর্থ এই নয় যে রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালাবেন তাঁরা। ওঁদের প্রাণের ব্যাপারে আপনারা কি সত্যিই পরোয়া করেন? নাকি সবটাই ব্যবসা?” প্রশ্ন ছুড়ে দিয়েছেন রণিত।

গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণিত। আচমকাই তাঁর সামনে চলে আসে এক মোপেড। ঘটতে পারত বড় দুর্ঘটনা। সেই আশঙ্কা থেকেই এই পোস্ট করেছেন রণিত। রণিতের এই অভিযোগের উত্তরও দিয়েছে সুইগি। ওই সংস্থার পক্ষে থেকে লেখা হয়, “রণিত, আমরা আশা রাখি আমাদের ডেলিভারি পার্টনার সমস্ত নিয়ম মেনে চলবে। যদি ওই চালকের কোনও বিবরণ থেকে থাকে, তবে আমাদেরকে জানান। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।” যদিও রণিত এখনও ওই বক্তব্যের উত্তর দেননি। ফুড ডেলিভারি পার্টনারদের দুর্ঘটনায় প্রাণ যাওয়ার খবর বারেবারেই উঠে আসে খবরের শিরোনামের। কিছু দিন আগেই পথ দুর্ঘটনায় ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল নয়ডায়। সেই ব্যক্তিও সুইগিরই পার্টনার ছিলেন। ভবিষ্যতে যাতে এরকম কিছু না ঘটে সেই কারণেই অগ্রিম সাবধানতা অবলম্বনের সুপারিশ রণিতের। সচেতনতা কতটা বাড়বে, সে উত্তর যদিও লুকিয়ে সময়ের হাতে।