হ্যাক হল সোহমের ফেসবুক পেজ! লালবাজারে দারস্থ অভিনেতা
“যে বা যারা এটা করেছে, আমি তাদেরকে এটাই বলব, ভাই চেষ্টা করো অনেক রকমভাবে দমানোর চেষ্টা করে যাচ্ছ...একটাই কথা বলছি দমব না।” সোহম এও জানান, অপরাধীদের ধরার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন পুলিশ। এবং শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর অনুরোধ ছিল এ সময়ে যেন তাঁরা সোহমের পাশে থাকেন।
গতকাল সন্ধের সাতটা নাগাদ হ্যাক হয়ে যায় অভিনেতার ফেসবুক পেজ। বেহালা থানা এভং লালবজার থানায় অভিযোগও দায়ের করেন সোহম চক্রবর্তী। অভিনেতার তরফ থেকে পুলিশকে লেখা অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন লোকেশন থেকে আইও এস ডিভাইসের মাধ্যমে তাঁর ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা চলে। চিঠিতে এও বলা হয়েছে সোহমের ফলোয়ার সংখ্যা ন’লক্ষ থেকে দু’লক্ষে ঠেকেছে। আরও অভিযোগ, গত ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি অবধি শেয়ার করা সোহমের যাবতীয় পোস্ট ডিলিট করা হয়েছে।
আরও পড়ুন অশ্লীল পোস্ট জয়ের পেজ থেকে, একরাতে উধাও মানালির ইনস্টা! হ্যাকার-গ্রাসে জেরবার সেলেবরা
সোহম কিছুক্ষণ আগে এক ভিডিও পোস্ট করেছেন। তিনি সেই ভিডিওতে বলেন, “যে বা যারা এটা করেছে, আমি তাদেরকে এটাই বলব, ভাই চেষ্টা করো অনেক রকমভাবে দমানোর চেষ্টা করে যাচ্ছ…একটাই কথা বলছি দমব না।” সোহম এও জানান, অপরাধীদের ধরার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন পুলিশ। এবং শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর অনুরোধ ছিল এ সময়ে যেন তাঁরা সোহমের পাশে থাকেন।
শুধু অভিনেতা সোহমের ফেসবুক হ্যাক নয়। কিছুদিন আগে সুরকার জয় সরকার এবং আরেক অভিনেত্রী মানালি দের ফেসবুক প্রোফাইলও হ্যাক হয়ে যায়।
সুরকার জয় সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে হঠাৎ করেই পোস্ট হয় একের পর এক ট্যাটু আর্টের ছবি। মহিলাদের স্বল্প পোশাক এবং নিতম্ব প্রদর্শন থেকে শুরু করে বাবা এবং সদ্যোজাতর খুনসুটির ভিডিও পোস্ট হয়েছে। অন্যদিকে মানালি দে’র ক্ষেত্রে ঘটনাটি একেবারে আলাদা। তিনি কোনও লিঙ্ক ক্লিক করেননি জানিয়েছিলেন। কিন্তু হঠাৎই ইনস্টাগ্রাম খুলতে গিয়ে দেখেন দরজা বন্ধ। তাঁকে বলা হচ্ছে ফেসবুকের মাধ্যমে লগইন করে খুলতে। মানালি সেই চেষ্টাও করেন। লাভ হয়নি। উপরন্তু তাঁর ভেরিফায়েড প্রোফাইলের জায়গায় খুলে গিয়েছে আনকোরা নতুন একটি প্রোফাইল।
ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন জয়, অন্যদিকে মানালি আপাতত বাইরে থাকায় সাইবার ক্রাইমে অভিযোগ না জানালেও ফিরে এসে যে জানাবেন তা জানিয়েওছেন টিভিনাইন বাংলাকে।