Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুব নোংরা টয়লেট, ক্যাপসিকামে জল মিশিয়ে খাওয়া; এক মাস জেলে নরক ছিল রিয়ার জীবন

Rhea Chakraborty: ২০২০ সালে প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জীবনটা ওলটপালট হয়ে যায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তাঁকে জেলেও যেতে হয়েছিল। সম্প্রতি ডিপটক উইথ চেতন ভগৎ টক শোতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রিয়া। লেখক চেতন ভগৎকে তাঁর জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করেছেন রিয়া।

খুব নোংরা টয়লেট, ক্যাপসিকামে জল মিশিয়ে খাওয়া; এক মাস জেলে নরক ছিল রিয়ার জীবন
রিয়া চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 4:35 PM

২০২০ সালে প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জীবনটা ওলটপালট হয়ে যায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তাঁকে জেলেও যেতে হয়েছিল। সম্প্রতি ডিপটক উইথ চেতন ভগৎ টক শোতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রিয়া। লেখক চেতন ভগৎকে তাঁর জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করেছেন রিয়া।

সুশান্তের মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। একাংশ ধরেই নিয়েছিলেন রিয়ার কারণেই মৃত্যু হয়েছে সুশান্তের। রিয়াই নাকি সুশান্তকে নিয়মিত মাদক সেবন করাতেন, ধারণা ছিল অনেকের। সুশান্তের মৃত্যুর পর ভারতের মদক দমন শাখা জিজ্ঞাসাবাদ করে রিয়াকে। তাঁকে প্রায় এক মাস জেলেও থাকতে হয়। চেতনের কাছে মন খুলে সেই সময়ের কথা বলেছেন রিয়া।

রিয়া বলেছেন, “করোনাকালের কিছু নির্দিষ্ট নিয়মের কারণে আমাকে ১৪ দিনের জন্য একা রাখা হয়েছিল জেলে। জেলের সেই ঘরটিতে আমি সম্পূর্ণ একা ছিলাম। আমাকে জিজ্ঞেস করা হত দুপুরে খাব কি না। আমি এত ক্ষুধার্থ এবং ক্লান্ত থাকতাম যে, যা দেওয়া হত তাই-ই খেয়ে নিতাম। সেই সময় আমাকে রুটি আর ক্যাপসিকাম খেতে দেওয়া হত। এবং সেই ক্যাপসিকাম সবজির মতো করে তৈরি করা ছিল না। ছিল কেবলই ক্যাপসিকাম এবং জল।”

বলতে-বলতে আবেগে ডুবে যাচ্ছিলেন রিয়া। তিনি জানিয়েছিলেন, নিজেকে অনেকটাই লাকি মনে করতেন তিনি। বলেছিলেন, “আমি সৌভাগ্যবান ছিলাম। দেখতাম, অনেক বন্দির পরিবারের সমর্থন নেই। ৫,০০০ কিংবা ১০,০০০ টাকার বিনিময়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমার তো তাও পরিবার এবং বন্ধুরা আছে। আমি নিজেকে বলতাম, একদিন নিশ্চয়ই সুবিচার পাবো। বেলে আমার মুক্তি হবেই। কিছুই অন্যায় করিনি। জেলের বন্দিদের দেখে অনেক কিছু শিখেছিলাম আমি।”

জেলের শৌচাগার, অর্থাৎ টয়লেট বিষয়টি খুবই ভয়াবহ জানিয়েছেন রিয়া। বলেছেন, “মানসিক অত্যাচারের সামনে শারীরিক যন্ত্রণা ছোট বলে মনে হবে। মনে হবে টয়লেট নোংরা তো কী হয়েছে, আমি ঠিক ম্যানেজ করে নেব।”