‘দেখো পেটের এখানটায়…’, প্রথম কীভাবে ক্যানসার ধরা পড়ে ঐন্দ্রিলার? জানালেন বাবা
গত বছর নভেম্বর মাসের ২০ তারিখ মৃত্যু হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কবে প্রথম বার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি? সম্প্রতি এক রিয়ালিটি শো-য়ে এসে সেই কথাই শেয়ার করেছেন ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা।

ক্যানসার মানেই ‘নো অ্যানসার’ নয়– তবে কখনও কখনও অনেক প্রশ্নেরই উত্তর মেলে না। চেষ্টা, রাতজাগা সবই ব্যর্থ হয়…তবে প্রথামাবস্থায় যে কোনও রোগ ধরা পড়লেই আয়ু বাড়ানো যেতে পারে খানিক, বিজ্ঞান তাই-ই বলে। ঐন্দ্রিলা শর্মা– দুই বার ক্যানসার আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রথম বার লড়েছিলেন পুরোদমে। শেষ বারেও জারি ছিল লড়াই, তবে বারংবার বেনস্ট্রোকেই স্তব্ধ হয় ২৪ বছরের প্রাণ। ২০২২-এর সেই অভিশপ্ত দিনকে বুকে জড়িয়ে খানিক ঘুরে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলার বাবা-মা উত্তম শর্মা এবং শিখা শর্মা। ঐন্দ্রিলার বাবা ও মা দু’জনেই চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত। বাবা উত্তম শর্মা পেশায় চিকিৎসক বা শিখা শর্মা পেশায় নার্স। সম্প্রতি এক চ্যানেলের শো-য়ে এসে জানিয়েছেন, কখন প্রথম শরীরে অস্বস্তি অনুভব করেন ঐন্দ্রিলা? কীভাবে ধরা পড়ে ক্যানসার?
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারির রাত। পরের দিন ঐন্দ্রিলার জন্মদিন। ঘড়ির কাঁটা বারোটা ছোঁবে, সেই অপেক্ষাতেই আদরের ছোট মেয়ে আর কেক নিয়ে অপেক্ষা করছিলেন ঐন্দ্রিলার বাবা। এমন সময়ই ঐন্দ্রিলা টের পান তাঁর পেটের কাছে কেমন যেন শক্ত লাগছে। বাবাকে দেখান। পেশায় চিকিৎসক ঐন্দ্রিলার বাবার সন্দেহ হয়। নিয়ে যাওয়া হয় এইমসে। ব্যস, ধরা পড়ে ক্যানসার। যে সে ক্যানসার নয়, ইউয়িং সারকোমা। সেদিন নিজেকে ধরে রাখতে পারেননি ঐন্দ্রিলা। কেঁদে ফেলেছিলেন হাউহাউ করে। কতই বা বয়স তখন তাঁর? ৯৮-এ জন্মেছেন… ওই বছর ১৭। চলে চিকিৎসা। সুস্থ হয়ে কাজেও ফেরেন ঐন্দ্রিলা। তবে ২০২১-এর গোড়ায় ফের একবার ক্যানসারে আক্রান্ত হন তিনি। যদিও সে বারেও জয়ী হয়েছিলেন ঐন্দ্রিলা। পাশে পেয়েছিলেন পরিবারকে। আর সঙ্গে ছিলেন প্রেমিক সব্যসাচী। তবে ২০২২_এর অক্টোবরের শেষ দিন আচমকাই ব্রেনস্ট্রোক হয় তাঁর। দীর্ঘ দিন হাসপাতালে চলে লড়াই, ২০ নভেম্বর সব শেষ। মেয়ে ফেরেননি, তবে ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর মরিয়া চেষ্টায় শর্মা পরিবার। সব ঐন্দ্রিলারা ভাল থাকুন, যুদ্ধে জিতে ফিরুন, এই কামনা তাঁদের।
প্রসঙ্গত, ঐন্দ্রিলার যুদ্ধের শেষ হলেও এখনও লড়াই জারি রেখেছেন তাঁর মা শিখা শর্মা। তাঁর মা শিখাদেবীও কিন্তু ক্যানসারে আক্রান্ত। ঐন্দ্রিলা ক্যানসারে আক্রান্ত হওয়ার বহু আগে ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি ক্যানসার আবারও ফিরে এসেছে তাঁর। তবে তিনি হেরে যাননি। আদরের ‘মিষ্টি’ (ঐন্দ্রিলার ডাকনাম)র জন্য তাঁকে যে ভাল থাকতেই হবে।





