রশিদের ‘বাড়ির লোক কেন এই মিথ্যাচার করল’? প্রশ্ন পণ্ডিত অজয় চক্রবর্তীর
Rashid Khan Passes Away: কেন লুকিয়ে গেল পরিবার? কেন জানাল না, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান ভাল নেই। কেন জানাল না গায়কের শারীরিক অবক্ষয়ের কথা। এই নিয়ে Tv9 বাংলার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। গর্জে উঠে বলেছেন, "পরিবার এই মিথ্যাচার কেন করলেন?"

কেন লুকিয়ে গেল পরিবার? কেন জানাল না, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান ভাল নেই। কেন জানাল না গায়কের শারীরিক অবক্ষয়ের কথা। এই নিয়ে Tv9 বাংলার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। গর্জে উঠে বলেছেন, “পরিবার এই মিথ্যাচার কেন করলেন?”
রশিদ খানের মৃত্যু সংবাদ পেয়ে শোক প্রকাশ করার পরিবর্তে তাই ক্ষোভ প্রকাশ করেছেন অজয়। তিনি বিরক্তির সঙ্গে বলেছেন, “আমি কী বলি বলুন তো। গতকাল রাত পর্যন্ত জানতাম, রশিদ ভাল আছেন। দুবাইয়ে আছেন। সুস্থ আছেন। আর মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে খবর দিলেন, রশিদ আর নেই। আমার কিছু করতেই ইচ্ছা করছেন না। আমি একটাই কথা জানতে চাই বাড়ির লোক কেন এই মিথ্যাচার করল। মেসেজ দিয়েছেন এতদিন ধরে যে রশিদ ভাল আছে। কেন এমন বললেন!”
রশিদের মৃত্যু সংসাদে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। গায়িকের মৃত্যু সংবাদ শুনেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শিল্পীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তিনি। জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতাল থেকে সরাসরি রশিদের নিথর দেহ পৌঁছে যাবে পিস হেভেনে। আগামীকাল, অর্থাৎ ১০ সেপ্টেম্বর বেলা ৯.৩০টা নাগাদ রশিদের পার্থিব দেহ নিয়ে যাওয়া হবে প্রথমে রবীন্দ্রসদনে, তারপর তাঁর নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে কবর দেওয়া হবে। গান স্যালুট গেওয়া হবে শেষকৃত্যের আগে। মমতা বলেছেন, “কথাগুলো বলার সময় আমার গলা কাঁপছে। ভাবিনি কোনওদিনও রশিদের মৃত্যু সংবাদ এভাবে দেব। ওঁর কী বয়স।”





