Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যৌন লালসা নেই এমন কোনও…’, পুরুষদের নিয়ে বিতর্কিত মন্তব্য অক্ষয়ের

Akshay Kumar Controversy: প্রথম থেকেই তিনি ছবির সংখ্যা নিয়ে বেজায় সচেতন। চেয়েছেন সংখ্যায় বেশি ছবি দর্শকদের উপহার দিতে। বর্তমানে তাঁর কথায়, তিনি বক্স অফিস নিয়ে খুব একটা ভাবতে রাজি নন। কারণ তিনি এখন এমন কিছু ছবি দর্শকদের উপহার দিতে চান, যা দর্শকদের ভাবিয়ে তুলবে।

| Updated on: Jan 28, 2024 | 9:00 PM
সেলেবদের মন্তব্য নিয়ে চর্চা হবে না এমনটা বিরল দৃশ্য। কেউ বেফাঁস কিছু মন্তব্য করা মানেই নেটদুনিয়ায় ট্রোলারদের পাতে নতুন টপিক। এই বিতর্ক কিংবা সমালোচনার হাত থেকে মুক্তি পাননি কেউই।

সেলেবদের মন্তব্য নিয়ে চর্চা হবে না এমনটা বিরল দৃশ্য। কেউ বেফাঁস কিছু মন্তব্য করা মানেই নেটদুনিয়ায় ট্রোলারদের পাতে নতুন টপিক। এই বিতর্ক কিংবা সমালোচনার হাত থেকে মুক্তি পাননি কেউই।

1 / 8
খোদ অক্ষয় কুমার একবার পুরুষদের বিষয় মন্তব্য করে বিপত্তিতে পড়েছিলেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই মন্তব্য। পুরুষদের মহিলাদের প্রতি কু-নজরকে সমর্থন করছেন তিনি?

খোদ অক্ষয় কুমার একবার পুরুষদের বিষয় মন্তব্য করে বিপত্তিতে পড়েছিলেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই মন্তব্য। পুরুষদের মহিলাদের প্রতি কু-নজরকে সমর্থন করছেন তিনি?

2 / 8
অক্ষয় কুমারের মন্তব্য নিয়ে খুব একটা জল্পনা না হলেও একাধিকবার তিনি প্রকাশ্যে এমন বেশ কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল।

অক্ষয় কুমারের মন্তব্য নিয়ে খুব একটা জল্পনা না হলেও একাধিকবার তিনি প্রকাশ্যে এমন বেশ কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল।

3 / 8
উঠেছিল প্রশ্ন। মুহূর্তে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, ”এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই। তার ভাবনা বিপথে চালিত হতে বাধ্য। এক পুরুষের DNA-এই সমীকরণে তৈরি। তিনি মহিলাদের দিকে নজর দেবেনই…।”

উঠেছিল প্রশ্ন। মুহূর্তে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, ”এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই। তার ভাবনা বিপথে চালিত হতে বাধ্য। এক পুরুষের DNA-এই সমীকরণে তৈরি। তিনি মহিলাদের দিকে নজর দেবেনই…।”

4 / 8
এরপরই অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয় বচসা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই সাক্ষাৎকার। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, মূল বিষয় হল মহিলাদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে।

এরপরই অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয় বচসা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই সাক্ষাৎকার। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, মূল বিষয় হল মহিলাদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে।

5 / 8
কেউ যদি এই সত্যি এড়িয়ে যান বা অস্বীকার করেন, তবে মানতে হবে মহিলাদের প্রতিটা তাঁর আকাঙ্খা তিনি লুকনোর চেষ্টা করছেন। তাঁর কথায়, পুরুষদের জন্য তাঁর খারাপ লাগে কারণ কেউ তাঁদের দিকে এই নজরে দেখেন না।

কেউ যদি এই সত্যি এড়িয়ে যান বা অস্বীকার করেন, তবে মানতে হবে মহিলাদের প্রতিটা তাঁর আকাঙ্খা তিনি লুকনোর চেষ্টা করছেন। তাঁর কথায়, পুরুষদের জন্য তাঁর খারাপ লাগে কারণ কেউ তাঁদের দিকে এই নজরে দেখেন না।

6 / 8
প্রসঙ্গত অক্ষয় কুমার এখন একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত। প্রথম থেকেই তিনি ছবির সংখ্যা নিয়ে বেজায় সচেতন। চেয়েছেন সংখ্যায় বেশি ছবি দর্শকদের উপহার দিতে।

প্রসঙ্গত অক্ষয় কুমার এখন একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত। প্রথম থেকেই তিনি ছবির সংখ্যা নিয়ে বেজায় সচেতন। চেয়েছেন সংখ্যায় বেশি ছবি দর্শকদের উপহার দিতে।

7 / 8
বর্তমানে তাঁর কথায়, তিনি বক্স অফিস নিয়ে খুব একটা ভাবতে রাজি নন। কারণ তিনি এখন এমন কিছু ছবি দর্শকদের উপহার দিতে চান, যা দর্শকদের ভাবিয়ে তুলবে।

বর্তমানে তাঁর কথায়, তিনি বক্স অফিস নিয়ে খুব একটা ভাবতে রাজি নন। কারণ তিনি এখন এমন কিছু ছবি দর্শকদের উপহার দিতে চান, যা দর্শকদের ভাবিয়ে তুলবে।

8 / 8
Follow Us: