Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন কার্তিককে দৌড়তে হয় হাসপাতালে, ব্যস্ততার ফাঁকেও কী এমন ঘটে…

Kartik Aaryan: কার্তিক আরিয়ান বেশ কয়েকদিন ধরে নিত্য হাসপাতালে দৌড়চ্ছিলেন। পাশাপাশি চলছে তাঁর ছবির শুটিং। তবে শুটিং শেষ হতেও মিলত না স্বস্তি। কয়েকদিন আগেই এক ভয়ানক ঘটনা ঘটে কার্তিক আরিয়ানের দেহরক্ষীর সঙ্গে। মুম্বইতে তিনি পথদুর্ঘটনায় আহত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেন কার্তিককে দৌড়তে হয় হাসপাতালে, ব্যস্ততার ফাঁকেও কী এমন ঘটে...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 9:23 PM

শনিবার থেকে টানা কাজে ব্যস্ত রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর পোস্ট। রবিবারই তিনি ভক্তদের জানিয়েছেন কীভাবে প্রতিটা পদক্ষেপে তিনি কেবলই ছুঁটে বেড়িয়েছেন। তবে ব্যস্ততার মাঝেও যে তিনি বিন্দুমাত্র কর্তব্য ভোলেন না, এবার সেই ছবি ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়। কার্তিক আরিয়ান বেশ কয়েকদিন ধরে নিত্য হাসপাতালে দৌড়চ্ছিলেন। পাশাপাশি চলছে তাঁর ছবির শুটিং। তবে শুটিং শেষ হতেও মিলত না স্বস্তি। কয়েকদিন আগেই এক ভয়ানক ঘটনা ঘটে কার্তিক আরিয়ানের দেহরক্ষীর সঙ্গে। মুম্বইতে তিনি পথদুর্ঘটনায় আহত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই চলে তাঁর চিকিৎসা। কার্তিক সাধ্য মত চেষ্টা করছেন তাঁর পাশে থাকার। নিত্যদিন নিয়ম করে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যাচ্ছেন কার্তিক। বান্দ্রার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কার্তিক প্রতিদিন সময় করে তাঁর সঙ্গে গিয়ে কিছুটা সময় কাটাচ্ছেন। এদিন ব্যস্ততার মাঝেও তিনি সময় করে ছুটলেন সেই হাসপাতালেই। কার্তিক বরাবরই তাঁর কর্মীদের নিজের পরিবার বলে এসেছেন। তাই দেহরক্ষীর বিপদে তিনি কোনও ফাঁক ছাড়লেন না, যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।

এখন অনেকটা সুস্থ হয়েছেন কার্তিকের সেই দেহরক্ষী। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে। তারই মাঝে কার্তিক একের পর এক কাজ করে চলেছেন। শনিবার মধ্যরাত থেকে চলতে থাকে তাঁর শুটিং। ৬৯ তম ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে দেখা যাবে তাঁকে। শনিবার ভোর থেকে তা নিয়েই ব্যস্ত ছিলেন কার্তিক। রবিবার রাতভোর চলবে গুজরাতের বুকে এই পুরস্কার বিতরণ। একে একে রেডকার্পেটে তারকাদের মেলা, ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।