Viral video: মা সোনির সঙ্গে মেয়ে আলিয়ার ‘লুক’-এর মিল, সেই দেখে নেটিজ়েনদের কী মন্তব্য?

Soni-Alia: ২০২২ সালের ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা ভনশালি পরিচালিত এই ছবিতে আলিয়াও একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন।

Viral video: মা সোনির সঙ্গে মেয়ে আলিয়ার ‘লুক’-এর মিল, সেই দেখে নেটিজ়েনদের কী মন্তব্য?
সোনি রাজদান-আলিয়া ভাট
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2022 | 9:58 PM

মা সোনি রাজদান (Soni Razdan)। মেয়ে আলিয়া ভাট (Alia Bhatt)। মায়ের সঙ্গে মেয়ের মুখের বড্ড মিল। তাঁদের একসঙ্গে ছবি দেখলেই আলাদা করে বলে দিতে হয় না তাঁদের সম্পর্কের কথা। কিন্তু বাস্তব যখন পর্দার সঙ্গে মিলে যায়, কী বলবেন? ঘটনাটা কী? সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। যেখানে সোনি রাজদান অভিনীত একটি ছবির ক্লিপিংস একজন অনুরাগী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সঙ্গে লেখেন, কীভাবে এত মিল হতে পারে! শ্যাম বেনেগাল পরিচালিত ‘মান্ডি’ (Mandi) ছবি থেকে সেই ক্লিপিংস পোস্ট করা হয়েছে। সেই ছবিতে সোনির লুক আর আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ছবিতে তাঁর লুকের সঙ্গে রয়েছে অসম্ভব সাদৃশ্য।

‘মান্ডি’ ছবিতে সোনি, ‘গাঙ্গুবাঈ’ ছবিতে আলিয়া

অল্প বয়সের সোনি যেন হুবহু আলিয়া! পোস্টের সঙ্গে সেই অনুরাগী ক্যাপশন লিখেছেন, “সোনি ‘মান্ডি’তে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। ‘গাঙ্গুবাঈ’ ছবিতে আলিয়াও তাই। দু’জনের অসম্ভব মিল। তখনকার সোনিকে একদম আলিয়ার মত দেখাচ্ছে”। শুধু মুখের মিল নয়, প্রায় একই ধরনের সাজ দুজনের। ভিডিয়োটি দেখে সোনি নিজেও খুব উচ্ছ্বসিত।তিনিও নিজের টুইটারে ভিডিয়োটি ভাগ করে  একে অতীতের একটি বিস্ফোরণ বলে উল্লেখও করেছেন। তাঁর পোস্টের নীচে এসেছে অজস্র মন্তব্য। কেউ লিখেছেন, ‘আপনার মেয়ে একদম আপনার মতোই দেখতে।’ কারও মন্তব্য, ‘আলিয়াকে হুবহু কম বয়সের আপনার মতোই দেখাচ্ছে!’

১৯৮৩ সালের ছবি ‘মান্ডি’। ছবিতে সোনি ছাড়াও অভিনয় করেন শাবানা আজমি, স্মিতা পাটিল, নীনা গুপ্তা, নাসিরুদ্দিন শাহ, অমরেশ পুরী। শহরের কেন্দ্রে থাকা যৌনকর্মীদের একটি বাড়ি ঘিরে সমাজ আর রাজনীতির টানাপোড়েনের গল্প বলেছিলেন শ্যাম বেনেগলের তাঁর ছবিতে। সেখানেই একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন সোনি।

২০২২ সালের ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা ভনশালি পরিচালিত এই ছবিতে আলিয়াও একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে ‘গঙ্গু’র যৌনকর্মী থেকে দক্ষ রাজনীতিক হয়ে ওঠার লড়াইয়ের কাহিনি দেখানো হয়েছে। এই বছর আলিয়ার ছবি প্রথম ১০০ কোটি ক্লাবের সদস্য হয়। দক্ষিণী ছবির ঝড়ের সামনে আলিয়াই প্রথম বলিউড অভিনেত্রী যিনি নিজের দাপট দেখিয়েছেন। এরপরই আলিয়া সাত পাকে বাঁধা পড়েন তাঁর প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। যে ছবি দিয়ে দুজনের প্রেম শুরু হয়, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সেই ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবি এই বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।