দাবার জাদুগর বিশ্বনাথন আনন্দকে নিয়ে এবার বায়োপিক! মূল চরিত্রে অভিনয় করতে পারেন ধনুষ

গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে বায়োপিক। পরিচালনায় আনন্দ এল রাই। শোনা যাচ্ছে বিশ্বনাথনের চরিত্রে অভিনয় করবেন ধানুষ।

দাবার জাদুগর বিশ্বনাথন আনন্দকে নিয়ে এবার বায়োপিক! মূল চরিত্রে অভিনয় করতে পারেন ধনুষ
ধানুষ এবং বিশ্বনাথন আনন্দ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2020 | 4:05 PM

TV9 বাংলা ডিজিটাল : গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে (Vishwanathan Anand)নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে বায়োপিক। পরিচালনায় আনন্দ এল রাই (Anand L Rai)। শোনা যাচ্ছে বিশ্বনাথনের চরিত্রে অভিনয় করবেন ধনুষ (Dhanush)

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন পরিচালক আনন্দ এল রাই গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের বায়োপিক নিয়ে বানাচ্ছেন একটি ছবি। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটি প্রযোজনা করবে সানডায়াল এন্টারটেনমেন্ট এবং কালার ইয়েলো প্রোডাকশন।

পরিচালক আনন্দ এল রাই এই মুহূর্তে ওঁর নতুন ছবি ‘অতরঙ্গি রে’র শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে হেভিওয়েট কাস্টিং! অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধানুষ আছেন এই ছবিতে। পরিচালক আনন্দ শুটিংয়ের মাঝেই ওঁর পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথনের চরিত্রে ধনুষের কথা ভাবছেন তিনি। ধনুষ, আনন্দের প্রিয় মানুষ। ‘অতরঙ্গি রে’র আগে ‘রানঝনা’তেও ধনুষকে নিয়ে ছিলেন আনন্দ।

আরও পড়ুন :রিয়া, শ্রদ্ধা, সারা, দীপিকাদের ফোন গেল ফরেনসিকে, পাঠাল এনসিবি

অতরঙ্গি রে’র শুটিং শুরু হয়েছে অক্টোবর থেকে। শাহরুখ খানকে নিয়ে ‘জিরো’ করার প্রায় দু’বছর পর আবার ছবি করছেন আনন্দ এল রাই। শোনা যাচ্ছে শুটিং শেষ করে নতুন ছবির কাজে হাত দেবেন পরিচালক।