এক ঢল মানুষের সামনে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’! তীব্র তুলোধনা অঙ্কুশকে
Ankush Hazra: অঙ্কুশ হাজরার এই বছরটা শুরু হয়েছিল খারাপ অভিজ্ঞতা দিয়েই। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সম্মুখীন হয়েছিলেন বড় দুর্ঘটনার। দিনের পর দিন নিদারুণ যন্ত্রণা সহ্য করার পর হয়েছিল অস্ত্রোপচার। আর এই সব কিছুই হয়েছিল মির্জা ছবির শুটিং করতে গিয়েই। ‘মির্জা’র শুট করতে গিয়ে পায়ে আঘাত লাগে অঙ্কুশের। স্টান্ট করতে গিয়ে একাধিক চোটের মুখোমুখি হতে হয়।
হঠাৎ করেই অঙ্কুশ হাজরা আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমার প্রচারে এসে তিনি যে এমনটা করতে পারেন ভাবতেও পারছেন না তাঁর ভক্তদের একটা বড় অংশ! কেউ বলছেন, ‘নোংরামি’, আবারও কারও মতে, “প্রচারে এতটাই মত্ত অঙ্কুশ যে নিজের বোধই হারিয়ে ফেলেছেন।” বাংলা নতুন বছরের মরসুমে মুক্তি পেতে চলেছে অঙ্কুশের প্রথম প্রযোজিত ছবি ‘মির্জা’। হাইবাজেট ছবি, মুম্বই থেকে আনা অ্যাকশন ডিরেক্টর– প্রথম ছবিতে ‘দক্ষিণী ছোঁয়া’ আনতে খামতি রাখেননি অঙ্কুশ। প্রচারও চালাচ্ছেন জোরদার। এরকমই এক প্রচারে এসে জনগণের সামনে একটি লাইন বলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, “মির্জা সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায়”।
এখানেই শেষ নয়! হাত দিয়ে এমন এক ভঙ্গি করতে তাঁকে দেখা যায় যা আপাতদৃষ্টিতে কুরুচিকর ও অশ্লীল বলেই মনে হয়েছে সাধারণের। যদিও অঙ্কুশ এ নিয়ে মন্তব্য করেননি। আপাতত তিনি ব্যস্ত আছেন ছবির প্রচারে।
অঙ্কুশ হাজরার এই বছরটা শুরু হয়েছিল খারাপ অভিজ্ঞতা দিয়েই। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সম্মুখীন হয়েছিলেন বড় দুর্ঘটনার। দিনের পর দিন নিদারুণ যন্ত্রণা সহ্য করার পর হয়েছিল অস্ত্রোপচার। আর এই সব কিছুই হয়েছিল মির্জা ছবির শুটিং করতে গিয়েই। ‘মির্জা’র শুট করতে গিয়ে পায়ে আঘাত লাগে অঙ্কুশের। স্টান্ট করতে গিয়ে একাধিক চোটের মুখোমুখি হতে হয়। তবু শুটিং তিনি থামাননি। শুধু তিনি নন, এই ছবির নায়িকা ঐন্দ্রিলা সেনও চোট পেয়েছিলেন। শুঁটকির বাজারে শুট করতে গিয়ে পড়তে হয়েছিল সমস্যার মুখে। সেই সব বাধা কাটিয়ে অবশেষে সিনেমা হলে আসছে মির্জা। তবে মুক্তির আগে এই বিতর্কে জড়িয়ে কি বড় খেসারৎ দিতে হবে অভিনেতাকে? প্রশ্ন কিন্তু উঠেই যায়।
Instagram-এ এই পোস্টটি দেখুন