বিশ্ব নাটক দিবসে প্রবাদপ্রতিম বর্ষীয়ান এই মঞ্চাভিনেতাকে চিনতে পারছেন?

মঞ্চাভিনেতা হিসেবে তাঁর এই সুদীর্ঘ যাত্রার টুকরো ছবি শেয়ার করেছেন ফ্যানদের সঙ্গে।

বিশ্ব নাটক দিবসে প্রবাদপ্রতিম বর্ষীয়ান এই মঞ্চাভিনেতাকে চিনতে পারছেন?
অনুপম।
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 3:50 PM

আজ বিশ্ব নাটক দিবস। বলি-টলি শিল্পীরা মঞ্চাভিনয়ের ছবি পোস্ট করে শেয়ার করেছেন স্টেজের সেই সব সোনালী মুহূর্তর গল্প। প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও বাদ গেলেন না। ইনস্টাতে পোস্ট করলেন নাটকজীবনের একাধিক থ্রো-ব্যাক ছবি।

আরও পড়ুন কোনও কিছুকে নিশ্চিতভাবে ধরে ফেলতে নেই, অ্যাংরি ইয়ং ম্যান-এর থেকে শিখলেন ইমরান

‘সারাংশ’ খ্যাত অভিনেতা সাদা-কালো ছবি যেমন পোস্ট করেছেন, তেমনই করেছেন রঙিন ছবি। মঞ্চাভিনেতা হিসেবে তাঁর এই সুদীর্ঘ যাত্রার টুকরো ছবি শেয়ার করেছেন ফ্যানদের সঙ্গে।

কোনও ছবিতে রয়েছেন তাঁর স্ত্রী কিরন খের তো কোনও ছবিতে রয়েছেন তাঁর বন্ধু নীনা গুপ্ত এবং ফারুক শেখ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যুবক অনুপমকে। স্যুট-বুট পরা অনুপম হাসছেন। আবার কোনও ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ভিন্ন অবতারে দেখা যাচ্ছে অনুপমকে, পোস্টম্যান থেকে একজন ডাক্তারের পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন অভিনেতা।

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)

ক্যাপশনে অনুপম লেখেন, ‘একজন মঞ্চাভিনেতা হিসেবে গত ৫০ বছরের জার্নির ঝলক রয়েছে। এমন এক সুন্দর দিনে আমি আমার সমস্ত শিক্ষক, পরিচালক, সহ-অভিনেতা, দুর্দান্ত শ্রোতাদের ভালবাসা, শিক্ষা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই! জয় হো!’

আহানা কামরার সঙ্গে শর্ট ফিল্ম ‘হ্যাপি বার্থ ডে’-তে অভিনয় করছেন অনুপম। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর পর তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে। এছাড়াও অনুপমের ফিল্মি পাইপলাইনে রয়েছে—‘দ্য লাস্ট শো’-, ‘মুঙ্গিলাল রকস’-, ‘দ্য কাশ্মীর ফাইলস’।