Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আয়ুষ্মানের সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ভাই অপারশক্তি খুরানা

তিনি জানান, অপরাশক্তি তাঁর থেকে বয়সে মাত্র দু'বছরের বড়। কিন্তু সম্মানে অনেকটাই। দাদার পা ছুঁয়ে প্রণাম থেকে তাঁকে 'ভাইয়া' বলে ডাকা-- বহুদিন থেকে এসব করে আসছেন অপরাশক্তি। দু'জনের মধ্যে শেষ কবে যে ঝগড়া হয়েছে তা নিজেরও মনে নেই তাঁর।

আয়ুষ্মানের সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ভাই অপারশক্তি খুরানা
দুই ভাই।
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 11:00 AM

এই বছরই প্রথম লিড রোলে বলিডেবিউ হতে চলেছে তাঁর। পার্শ্বচরিত্র নয়, বরং কিংবদন্তী অভিনেতা নুতনের নাতনি প্রনুতনের সঙ্গে জুটি বেঁধেই নায়ক হিসেবে বলি যাত্রা শুরু হতে চলেছে অপরাশক্তি খুরানার। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি সম্পর্কে আয়ুষ্মান খুরানার ভাই। দাদার সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন অপারশক্তি।

তিনি জানান, অপারশক্তি তাঁর থেকে বয়সে মাত্র দু’বছরের বড়। কিন্তু সম্মানে অনেকটাই। দাদার পা ছুঁয়ে প্রণাম থেকে তাঁকে ‘ভাইয়া’ বলে ডাকা– বহুদিন থেকে এসব করে আসছেন অপরাশক্তি। দু’জনের মধ্যে শেষ কবে যে ঝগড়া হয়েছে তা নিজেরও মনে নেই তাঁর। দুই ভাইয়ের সম্পর্ক মধুর। আর তুলনা? অপারশক্তির উত্তর, তিনি খুশি ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত দাদার সঙ্গে তুলনা করে না তাঁর। তাঁর কথায়, তিনি সবে কেরিয়ার শুরু করেছেন। অন্যদিকে আয়ুষ্মানের বলিযাত্রার পার হয়েছে বেশ অনেক বছর। তিনি প্রতিষ্ঠিত, অপারশক্তি ততটাও নন। তাই সে জন্য তুলনার কোনও মানে নেই বলেই মনে করছেন অপারশক্তি।

যে ছবি দিয়ে তাঁর লিড রোলে অভিষেক ঘটতে চলেছে সেই ছবির নাম ‘হেলমেট’। ছবিতে দেখা যাবে আশিষ বর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অন্যদিকে খুব শীঘ্রই প্রথমবার বাবা হতে চলেছেন অপারশক্তি। সব মিলিয়ে তাঁর বৃহস্পতি এখন তুঙ্গে।