প্রথমবার ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় অরিজিৎ সিং

এবার নতুন ভূমিকায় অরিজিৎ সিং। নেটফ্লিক্স-এর ছবি ‘প্যাগ্লেইট’-এ এই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন তিনি।

প্রথমবার ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় অরিজিৎ সিং
অরিজিৎ সিং
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 2:41 PM

গায়ক অরিজিৎ সিং গোটা দেশকে মাতিয়ে দিয়েছে। একের পর এক হিট গান তিনি আমাদের উপহার দিয়েছেন। এবার নতুন এক ভূমিকায় তাঁকে দেখা যাবে। তিনি এবার শুধু গান গাইবেন না, গান বাঁধবেনও। নেটফ্লিক্স-এর ছবি ‘প্যাগ্লেইট’-এ তিনি এই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন।

অরিজিৎ সিং সব সময়ই ধরা-ছোঁয়ার বাইরে। মিডিয়া তাঁর নাগাল খুব একটা বেশি পায় না। অরিজিৎ অনেকবারই জানিয়েছেন তিনি কাজে বিশ্বাসী, ইন্টারভিউ দেওয়াতে নয়। তবে এবার তিনি মিডিয়ার সামনে মুখ খুলেছেন। প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করতে পেরে খুশি অরিজিৎ। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি এমন একটা ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে ডেবিউ করছি যে ছবি আমার খুব কাছের। এই গোটা পৃথিবীকে গান শোনাতে পারি বলে আমি খুবই সম্মানিত বোধ করি। এই ছবিটি একটি মেয়ের আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার গল্প। এমন একটি ছবির অংশ হতে পেরে খুবই গর্ব বোধ করছি।”

‘প্যাগ্লেইট’ একটি বিধবা মেয়ের গল্প। মেয়েটির নাম সন্ধ্যা। একটি যৌথ পরিবারে সন্ধ্যা থাকে। তাঁর স্বামী মারা যাওয়ার পর সমাজে এবং পরিবারে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে নিজেকে হারিয়ে ফেলে মেয়েটি। তাঁর আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প এই ‘প্যাগ্লেইট’। সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন সন্যা মালহোত্রা। সন্যাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘লুডো’-তে। ছবিটি পরিচালনা করছেন উমেশ বিস্ত। ছবিতে সন্যা ছাড়াও অভিনয় করছেন সায়নী গুপ্তা, আশুতোষ রানা, রঘুবীর যাদব এবং আরও অনেকে।

আরও পড়ুন:ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে শিশুদের, ‘বম্বে বেগমস’ সম্প্রচার বন্ধের দাবি শিশু অধিকার সংরক্ষণ কমিশনের