রেস্তোরাঁয় খেতে গিয়ে প্লেট ভাঙছেন সলমনের বোন, দেখুন ভিডিও
ঠাৎ কেন প্লেট ভাঙতে উদ্যত হলেন অর্পিতা এবং কোম্পানি? আর এ কেমন রেস্তোঁরা যেখানে একের পর এক প্লেট ভাঙা হলেও কোনও ওয়েটার এসে বাধাও দিচ্ছে না তাঁদের!
রেস্তোরাঁয় ডিনারে গিয়ে একের পর এক প্লেট ভাঙলেন সলমনের বোন অর্পিতা খান। শুধু অর্পিতা নন, পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর চার বান্ধবী। তাঁরাও জুটেছেন এ কাজে। এবং তাও আবার কোমর দুলিয়ে একের পর এক প্লেট মাটিতে ফেলে ভাঙছেন তাঁরা।
না না রাগারাগি করে এ কাজ তাঁরা মোটেও করছেন না। করছেন বেশ আনন্দের সঙ্গেই। কিন্তু হঠাৎ কেন প্লেট ভাঙতে উদ্যত হলেন অর্পিতা এবং কোম্পানি? আর এ কেমন রেস্তোরাঁ যেখানে একের পর এক প্লেট ভাঙা হলেও কোনও ওয়েটার এসে বাধাও দিচ্ছে না তাঁদের!
দুবাইয়ের এক গ্রীক রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন অর্পিতা এবং তাঁর চার বন্ধু।
আরও পড়ুন কারও ব্যক্তিগত জীবন নিয়ে জাজমেন্টাল হবেন না: শ্বেতা ত্রিপাঠী
গ্রীক ঐতিহ্যে অনুযায়ী শয়তানকে দমন করতে প্লেট ভাঙার রীতি রয়েছে। গুগল সার্চ করতেই আপনারা তা জানতে পারবেন। বিবাহ কিংবা কোনও শুভ উপলক্ষে প্লেট ভেঙেই অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখেন গ্রীস অধিবাসী।
কিছু সপ্তাহ আগেই অর্পিতা এবং তাঁর স্বামী অভিনেতা আয়ুশ শর্মা নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করলেন। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে অপ্রিতা লেখেন, ‘আমি আনন্দিত যে আমরা ছ’বছর আগে একে অপরের সাথে জীবনের বাডি ধরেছিলাম। বিবাহ বার্ষিকী শুভেচ্ছা রইল।’
View this post on Instagram
২০১৮ সালে আয়ুশ শর্মার শেষ অভিনীত ছবি ‘লাভরাত্রি’ রিলিজ হয়। সলমন খানের ছবি ‘অন্তিম’-এ অভিনয় করছেন আয়ুশ।যদি সবকিছু ঠিকঠাক থাকে ২০২১-এ রিলিজ করবে ‘অন্তিম’।