জিতের পর করোনা শুভশ্রীর, শোয়ের দুই প্রধান বিচারক আক্রান্ত হওয়ায় কোন পথে ডান্স রিয়্যালিটি শো?

একসঙ্গেই শুটিং করছিলেন তারা। মঙ্গলবার সকালে অসুস্থতার কথা জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন জিৎ এবং শুভশ্রী দুজনেই। কিন্তু এখন প্রশ্ন হল শুরুর আগেই এই খবর তাহলে কী হতে চলেছে ডিবিডি-র নতুন সিজনের ভবিষ্যৎ?

জিতের পর করোনা শুভশ্রীর, শোয়ের দুই প্রধান বিচারক আক্রান্ত হওয়ায় কোন পথে ডান্স রিয়্যালিটি শো?
একসঙ্গেই শুটিং করছিলেন তারা।
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 5:27 PM

সিনেমা, সিরিয়ালের সেট থেকে রিয়্যালিটি শো সব জায়গাতেই করোনার হানা। আর এবার করোনা আক্রান্ত জিৎ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ডান্স বাংলা ডান্সের দুই প্রধান বিচারক৷

একসঙ্গেই শুটিং করছিলেন তারা। মঙ্গলবার সকালে অসুস্থতার কথা জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন জিৎ এবং শুভশ্রী দুজনেই। কিন্তু এখন প্রশ্ন হল শুরুর আগেই এই খবর তাহলে কী হতে চলেছে ডিবিডি-র নতুন সিজনের ভবিষ্যৎ? TV9-এর তরফ থেকে শোয়ের সঞ্চালক বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”আমাদের প্রথম শিডিউলের শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন যে হারে করোনা বাড়ছে, সার্ভাইভ করাই এখন সবথেকে বড় ব্যাপার। আমি আগামীকাল নিজের করোনা পরীক্ষা করাব। বাড়িতে মা, বাবা, বোন আছে। তাই কোনওভাবেই কোনও ঝুঁকি নিতে পারব না।” প্রসঙ্গত বিক্রম আর অঙ্কুশকে এই প্রথমবার একসঙ্গে দেখবে দর্শকরা।

View this post on Instagram

A post shared by Jeet (@jeet30)

তাহলে আপাতত কি স্থগিত থাকবে ডান্স বাংলা ডান্সের শুটিং? এই প্রশ্ন নিয়ে শোয়ের অন্যতম মেন্টর দেবলীনা কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের প্রথম শিডিউলের শুটিং শেষ। আবার শুটিং সেই মে মাসের শেষের দিকে। সুতরাং চিন্তার তেমন কোনও কারণই নেই।” শো-এর আর এক মেন্টর ওম সাহানি জানালেন, “জিৎদা এবং শুভশ্রী কোভিডের খবর জানার পরই চ্যানেল থেকে আমাদের জানানো হয়। কোনওরকম লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে আমরা যেন পরীক্ষা করিয়ে নিই। আমি তো নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।”

আরও পড়ুন-‘পাল্টিবাজ’! কঙ্গনার উপর রেগে গেলেন সুশান্ত ভক্তদের একাংশ

কিছুদিন আগেই একটি হিন্দি ডান্স রিয়্যালিটি শো-এর বিচারক-সহ ১৮ জন কলাকুশলীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্য়ে আসে। এ ছাড়া তার কয়েকদিন আগে আরও একটি রিয়্যালিটি শো-এর সঞ্চালক আদিত্য নারায়ণও আক্রান্ত হন করোনায়। এই অবস্থায় দাঁড়িয়ে ডান্স বাংলা ডান্সের চ্যানেল-কর্তৃপক্ষ কী ভাবছেন? চ্যানেল সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু স্থির হলে জানানো হবে।

ডান্স বাংলা ডান্সের টেলিকাস্ট ডেট এখনও পর্যন্ত ঠিক হয়নি। তাই হাতে এখনও কিছুটা সময় আছে। ডান্স বাংলা ডান্স বাংলা নন ফিকশন শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি শো৷ মিঠুন চক্রবর্তী, দেব এমন অনেক নাম এই শোয়ের সঙ্গে জড়িয়ে। নতুন সিজ়নে দর্শকরা যেমন পাবে বিক্রম, অঙ্কুশের অটুট বন্ধুত্বের ঝলক, আবার অন্যদিকে বেশ অনেকদিন পর আবার দেখবে জিৎ-শুভশ্রী জুটিকে। তবে যদি বলিউড অভিনেতা গোবিন্দ’র ধামাকাদার এন্ট্রি অবশ্যই এই সিজনের ‘চেরি অন দ্য কেক’।