প্রিয় আয়ুষ্মানকে দেখতে হোটেলের ‘গেট ক্র্যাশ’ ২০০ জন ফ্যানের!
বুধবার আয়ুষ্মান একটি ছবিও পোস্ট করেন। এয়ারপোর্টে চোখে সানগ্লাস মুখে মাস্ক পরে সাদা ধবধবে ট্র্যাকস্যুটে দেখা যায় অভিনেতাকে। ১৭ সেপ্টেম্বর অনুভব সিনহা পরিচালিত ‘অনেক’ সিনেমাহলে মুক্তি পাবে।
পরিচালক অনুভব সিনহার ছবি ‘অনেক’-এর শুটিং চলছিল শিলঙে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। শিলঙের এক হোটেলে আয়ুষ্মানের থাকার ব্যবস্থাও হয়েছিল।
আরও পড়ুন ট্রেন ছাড়ার আগে পরিণীতিকে হাতে আঁকা ‘চলন্ত ট্রেন’ উপহার মায়ের
View this post on Instagram
ছবি শুটিংয়ের শেষ দিনে প্রিয় অভিনেতাকে দেখতে প্রায় ২০০ জন ফ্যান হোটেলের গেট ভেঙে ঢুকে পড়েন। এবং সে ভিডিয়ো বেশ ভাইরাল। ভিডিয়োতে দেখা যায় আয়ুষ্মান তাঁর ফ্যানদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। আসাম এবং উত্তর পূর্ব বিভিন্ন স্থানে হয়েছে ছবির শুটিং। আজ গোটা টিম হোটেলে ফিরতে না ফিরতেই জড়ো হয়ে যায় ২০০-২৫০ কলেজ পড়ুয়া। খবর পাওয়া মাত্র আয়ুষ্মান নেমে আসেন। তিনি তাঁদের অপেক্ষা করাতে চাননি, সঙ্গে-সঙ্গে তাঁদের শুভেচ্ছা জানাতে নেমে গেলেন।
View this post on Instagram
সূত্রের খবর, “শুটিংয শেষ হওয়ার পর, আয়ুষ্মান নিজর হোটেলে ফিরে এসে রাতের খাবার খেতে গিয়েছিলেন। প্রায় ১৫ মিনিটে হোটেলের বাইরে শিলঙের প্রায় ২০০-২৫০ কলেজ পড়ুয়া ছিল। প্রিয়া তারকাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। আয়ুষ্মান সবেমাত্র খাবার খেতে শুরু করেছিলেন কিন্তু খবরটি জানতে পেরে খাবারের প্লেট রেখে তক্ষুণি এই পড়ুয়াদের সঙ্গে দেখা করতে লবিতে নেমে আসেন।”
আয়ুষ্মানের নাম নিয়ে জয়ধ্বনিও দিতে শুরু করেন পড়ুয়ারা।
View this post on Instagram
বুধবার আয়ুষ্মান একটি ছবিও পোস্ট করেন। এয়ারপোর্টে চোখে সানগ্লাস মুখে মাস্ক পরে সাদা ধবধবে ট্র্যাকস্যুটে দেখা যায় অভিনেতাকে। ১৭ সেপ্টেম্বর অনুভব সিনহা পরিচালিত ‘অনেক’ সিনেমাহলে মুক্তি পাবে।