বলিউডের লোকজন বোকা, বুদ্ধিহীন, কেউ আমার বন্ধু নয়:কঙ্গনা
Bollywood: কঙ্গনা রানাওত যে স্পষ্টবক্তা এ কথা এত দিনে প্রায় সবাই জেনে ফেলেছেন। তাঁর নিজের বক্তব্যের জন্য অনেক সময় সমস্যাতেও পড়েছেন নায়িকা। কখনও কোনও বলিউড নায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কখনও আবার প্রশ্ন তুলেছেন আরব সাগর পারের আলোচিত পরিচালকের বিরুদ্ধে।
কঙ্গনা রানাওত যে স্পষ্টবক্তা এ কথা এত দিনে প্রায় সবাই জেনে ফেলেছেন। তাঁর নিজের বক্তব্যের জন্য অনেক সময় সমস্যাতেও পড়েছেন নায়িকা। কখনও কোনও বলিউড নায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কখনও আবার প্রশ্ন তুলেছেন আরব সাগর পারের আলোচিত পরিচালকের বিরুদ্ধে। বলা যেতে নায়িকাই হলেন ‘নেপোটিজম’ শব্দটির স্রষ্টা। কফি উইথ করণে শোয়ে অতিথি হিসাবে এসে নায়িকা সরাসরি প্রশ্ন করে বসেন সঞ্চালক করণ জোহর।
সেই তরজা যদিও এখনও অতীত। কিন্তু তার পর থেকেই নায়িকা একের পর এক বিস্ফোরক বক্তৃতা দিয়েছেন। এমনকি তাঁর পোস্টের জন্য নিজের টুইটার প্রোফাইলও হারিয়েছেন। কঙ্গনার সঙ্গে হৃত্বিক রোশনের বিতর্ক এখনও ভোলেননি কেউ। তবে সব বিতর্ক ছাড়িয়ে অভিনেত্রী এখন নেত্রীও বটে। মাণ্ডির বিজেপির সাংসদ নায়িকা। রাজনীতির পাশাপাশি নিজের অভিনয়ও চালিয়ে যাচ্ছেন চুটিয়ে। সম্প্রতি নায়িকার আরও এক সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram
যেখানে সঞ্চালক নায়িকাকে প্রশ্ন করেন বলিউডের কেউ তাঁর বন্ধুর তালিকায় রয়েছেন কিনা। ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে বসেন অভিনেত্রী। তিনি বলেন,”বলিউডের কারও সঙ্গে কোনও বন্ধুত্ব হতে পারে না। আপনি দেখেছেন বলিপাড়ার মানুষদের। তাঁর সবাই বোকা, বুদ্ধিহীন। পৃথিবীতে কোথায় কী হচ্ছে তাঁদের কারও কোনও ধারণা নেই। নিজেদের পার্টি, ফ্যাশন, প্রোটিন শেক নিয়ে ব্যস্ত। এরা সবাই কীটের মতো। আমার কখনও এদের কারও সঙ্গে বন্ধুত্ব হবে না। এদের সামনে দেখলেই আমার শরীর খারাপ লাগে।” নায়িকার এই মন্তব্য শুনে অনেকে অনেক কথাই বলেছেন। একাংশ নায়িকার কথায় তীব্র বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ তাঁর সঙ্গে যে সহমত সেই কথাও জানিয়েছেন।