Alia-Ranbir Baby: লক্ষ্মীবারেই ঘরের লক্ষ্মীকে বাড়ি নিয়ে এলেন আলিয়া-রণবীর; কাপুরদের বাড়ি এখন রাজকন্যার স্বপ্নপুরী

Alia-Ranbir: আজ কাপুরদের বিরাট বাড়িটা সেজে উঠেছে রাজকুমারীর জন্য। এক লক্ষ্মীর হাত ধরে ফের আর-এক লক্ষ্মীর প্রবেশ বলে কথা...

Alia-Ranbir Baby: লক্ষ্মীবারেই ঘরের লক্ষ্মীকে বাড়ি নিয়ে এলেন আলিয়া-রণবীর; কাপুরদের বাড়ি এখন রাজকন্যার স্বপ্নপুরী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 2:23 PM

গত রবিবার, অর্থাৎ ৬ নভেম্বর, কন্য়া সন্তানের জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট। প্রথম সন্তানকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন বাবা রণবীর কাপুর। মেয়ের মুখ এখনও দুনিয়াকে দেখাননি আলিয়া-রণবীর। তাঁর নাম কী, তাও কেউ জানে না। কিন্তু সকলে এটা জানেন, একরত্তি মেয়েটা কাপুর পরিবারের রাজকন্যা। সেই ঘরের লক্ষ্মী। তাই মেয়েকে কোলে নিয়ে হাসপাতাল থেকে লক্ষ্মীবারেই বাড়ি এলেন আলিয়া-রণবীর।

কালো গাড়ির ভিতর কালো পোশাকে মা আলিয়া। তাঁর মুখ প্রফুল্ল। কোলে তাঁর প্রথম সন্তান, তাঁর বড় আদরের মেয়ে। যে মেয়েকে গর্ভে লালন করে হিল্লিদিল্লি পেশাদারিত্ব পূরণ করে সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন আলিয়া। এ বছরই ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। জুন মাসে আল্ট্রা সোনোগ্রাফির ঘর থেকে গোটা পৃথিবীকে জানিয়েছিলেন তিনি ও রণবীর বাবা-মা হতে চলেছেন। তারপরও বিরাম নেননি অভিনেত্রী। আমেরিকায় গিয়েছেন। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এ অভিনয় করেছে। একবারও বলেননি, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শুটিং করতে পারবেন না। তখন হয়তো ৪-৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। গর্ভে সন্তানকে নিয়েই শুটিং সেরেছেন। মুম্বইয়ে ফেরার পর মুক্তি পায় আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’। ছবির প্রত্যেকটি প্রচারে সশরীরে উপস্থিত থেকেছেন। তারপর মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’। পেশাদার কাজে ‘না’ বলেননি অন্তঃসত্ত্বা আলিয়া। ফলে ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রত্যেকটি প্রচারে উপস্থিত ছিলেন তিনি। এ যেন এক দৃষ্টান্ত। আলিয়াই পারেন কাজ ও শরীর ব্যালেন্স করে চলতে।

আলিয়ার মেয়ে তাঁর মতোই হোক। লড়াকু। ছোট্টটিকে এখন থেকেই সকলে ভালবাসায় ভরিয়ে দিচ্ছে। ঠাকুমা নাতনি হয়েছে শুনে দারুণ খুশি। দাদু মহেশ ভাট তো নাতনিই চেয়েছিলেন। আজ কাপুরদের বিরাট বাড়িটা সেজে উঠেছে রাজকুমারীর জন্য। এক লক্ষ্মীর হাত ধরে ফের আর-এক লক্ষ্মীর প্রবেশ বলে কথা…