Alia-Ranbir: রণবীরের জন্যই প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ সুযোগ পান আলিয়া
Alia-Ranbir: তবে জানেন কি, আলিয়ার প্রথম ছবিতে সুযোগ পাওয়ার পিছনে কার হাত ছিল? তিনি আর কেউ নন, আলিয়ার স্বামী রণবীর কাপুর।
আলিয়া ভাট (Alia Bhatt) বলিউডের অন্যতম যোগ্য অভিনেত্রী। সেই নিয়ে আজ আর কেউ দু’বার ভাববেন না। সময়ের সঙ্গে আলিয়া নিজেকে প্রমাণ করেছেন যে বলিউডের একজন নির্ভরযোগ্য অভিনেত্রী তিনিই। সঞ্জয়লীলা ভনশালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির পর তো যেকোনও পরিচালক-প্রযোজক তাঁর উপর বাজি রেখে সিনেমা তৈরি করতে চাইবেন। দেশ ছাড়িয়ে বিদেশেও এখন তিনি ডাক পাচ্ছেন। সম্প্রতি তিনি হলিউডে তাঁর ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং করতে গিয়েছিলেন। ছবিতে তিনি স্ক্রিন ভাগ করছেন গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানের সঙ্গে। আলিয়া নিজের কেরিয়ার শুরু করেন ২০১২ সালে করণ জোহর পরিচালিত ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student Of The Year) দিয়ে। তাঁর সঙ্গে একই ছবিতে ডেবিউ করেন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা।
তবে জানেন কি, আলিয়ার প্রথম ছবিতে সুযোগ পাওয়ার পিছনে কার হাত ছিল? তিনি আর কেউ নন, আলিয়ার স্বামী রণবীর কাপুর। হ্যাঁ, ঠিকই পড়ছেন। রণবীরের জন্যই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে সুযোগ পান আলিয়া। ২০০৯ সালে রণবীরের ছবি ‘ওয়েক আপ সিড’ ছবির কারণেই এই সুযোগ। ঘটনাটা কী? আসলে ২০১৫ সালে ধর্মা প্রোডাকশন থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিয়োটি ছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর অডিশনের। যেখানে দেখা যায় রণবীরের ‘ওয়েক আপ সিড’ ছবির সংলাপ অডিশনে বলছেন আলিয়া। ছবিতে কঙ্কনা সেন শর্মা এবং রণবীর প্রথমবার কলেজ ফেয়ারওয়েল পার্টিতে মিট করছেন, সেই দৃশ্যটি অভিনয় করেন। ভিডিয়োতে করণকে দেখা গিয়েছে আলিয়া সম্পর্কে বলতে। তিনি বলছেন, এই হচ্ছে বাচ্চা একটি মেয়ে, যে সদ্য স্কুল পাস করেছে। যাঁর মধ্যে একটা পাশ্চাত্য স্টাইল রয়েছে, আমি জানি এই মেয়েটির মধ্যে এমন কিছু আছে, যা ভারতের সঙ্গে যোগসূত্র তার করবে। আজকে আলিয়া যেভাবে বলিউডে কাজ করছেন, করণের কথাই সত্যি হচ্ছে। জুহুরির চোখ দিয়ে দেখেছিলেন করণ। আলিয়ার দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’, আবার তিনি বরুণের সঙ্গে করেছেন ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, আবার মেঘনা গুলরাজের ছবি ‘বাজি’-তে করেছেন অভিনয়। অর্থাৎ নারী কেন্দ্রিক ছবি থেকে একেবারে মশালা ছবি সবেতেই তাঁকে পাওয়া যায়।
এবার তিনি ছবির প্রোযোজনাও করছেন। প্রথম ছবি ‘ডার্লিং’। ছবিতে তিনি অভিনয়ও করছেন। মা-মেয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবি। তাঁর মায়ের ভুমিকায় ছবিতে অভিনয় করছেন শেফালি শাহ। সেই ছবির শুটিংও শুরু হয়েছে সদ্য। তবে পিছনে ফিরে দেখলে যা জানা যাচ্ছে বাবা বা মায়ের জন্য তিনি ছবিতে সুযোগ পাননি। কারণ পুরোনো একটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন মেয়ে অডিশন দিয়েছিলেন। তার মধ্যে থেকে আলিয়া নির্বাচিত হন নিজের যোগ্যতা প্রমাণ করে। করণের মতে আলিয়ার মধ্যে ছিল একটি এক্স ফেক্টর। সেই সময় বেশ মোটাও ছিলেন আলিয়া। তিন মাস পর ওজন ঝড়িয়ে তিনি শুরু করেন ছবির শুটিং। তাই কঙ্গনার স্বজনপোষণের অভিযোগ অন্তত আলিয়ার ক্ষেত্রে যায় না, সেটা প্রমাণিত।