Bolly Gossip: বিক্রম ভাটের সঙ্গে প্রেমই কি হয়ে ওঠে অভিশাপ? অকপট আমিশা

Ameesha Patel : বিক্রম ভাটের সঙ্গে সুমিতা সেনের সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু জানেন কি, সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আমিশা পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান পরিচালক...

Bolly Gossip: বিক্রম ভাটের সঙ্গে প্রেমই কি হয়ে ওঠে অভিশাপ? অকপট আমিশা
অকপট আমিশা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 8:02 AM

বিক্রম ভাটের সঙ্গে সুমিতা সেনের সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু জানেন কি, সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আমিশা পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান পরিচালক। শোনা যায়, ‘আঁখে’ ছবির সময়েই ডেট করতে শুরু করেন তাঁরা। ২০০৮ সালে মুক্তি পায় বিক্রম ভাটের ছবি ‘১৯২০’। সে সময়ই নাকি কোনও এক অজ্ঞাত কারণে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিক্রমের সঙ্গে সম্পর্ক কি তাঁর জীবনে নেতিবাচক প্রভাব ফেলে? বহুদিন পর এ নিয়ে মুখ খুললেন আমিশা পটেল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, “এই ইন্ডাস্ট্রিতে সততাকে কেউ আমল দেন না। আমি এমনই একজন যে খুব সৎ। আমার মনে হয় সেটাই আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, কেরিয়ারে তো প্রভাব ফেলেছে। তাই বিগত ১৩/১৪ বছর ধরে আমি পুরুষদের থেকে দূরেই থেকেছি। কারণ আমি শান্তি চাই।”

তিনি যোগ করে, “একজন মেয়ের সিঙ্গল স্টেটাস অনেক আকর্ষণীয়। একজন হিরোইন একজন হিরোকে ডেট করেও কাজ পেতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি।”

অন্যদিকে বেশ কিছু বছর আগে বিক্রমও এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমিশাকে বিয়ে করার কোনও পরিকল্পনা তাঁর ছিল না। তিনি বলেন, “আমিশা যা বলে মন থেকে বলে, এমন নয় যে ও অপরিণত। আমি ওর থেকে আলাদা। আমি চুপ থাকি। মানুষ আমিশাকে ক্ষমা করে দেবে, কারণ ও কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলে না। ওটা ওর শিশুসুলভ ব্যক্তিত্ব।” যদিও সে সব অতীত। এই মুহূর্তে ‘গদর’ ২ ছবির প্রচার নিয়ে ব্যস্ত আমিশা। আগামী মাসেই মুক্তি পাবে ছবি।