Alia Bhatt: আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগান, ভোট-আবহে বাঙালি দর্শক টানতে করণের মাস্টারস্ট্রোক?

Alia Bhatt: একুশের নির্বাচনের আগে 'খেলা হবে' স্লোগানে উত্তাল ছিল বাংলা। স্লোগান শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও।

Alia Bhatt: আলিয়ার মুখে 'খেলা হবে' স্লোগান, ভোট-আবহে বাঙালি দর্শক টানতে করণের মাস্টারস্ট্রোক?
বাঙালি দর্শক টানতে করণের মাস্টারস্ট্রোক?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 8:07 PM

একুশের নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানে উত্তাল ছিল বাংলা। স্লোগান শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। বাংলাদেশের আওয়ামি লীগের নেতা শামীম ওসমান এই স্লোগানের প্রবক্তা হলেও এপারে দুই অক্ষরের এই স্লোগানই যেন কার্যত ‘অ্যান্থেম’ হয়ে উঠেছিল শাসকদলের। সেই ‘খেলা হবে স্লোগানই এবার আলিয়া ভাটের মুখে। আজ অর্থাৎ মঙ্গলবারই মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলর। ছবিটিতে আলিয়া ভাট বাঙালি, আর রণবীর সিং পঞ্জাবি পরিবারের। গোটা ট্রেলার জুড়েই ভরপুর বিনোদন। দুই পরিবারের সাংস্কৃতিক বৈপরীত্য নিয়েই ছবি। রয়েছে টিপিক্যাল ‘করণ জোহর মুহূর্ত’।

রবীন্দ্রনাথ ঠাকুরকে আলিয়া ভাটের দাদু ভেবে রণবীর সিংয়ের ভুল, আর ওই ‘খেলা হবে’ সংলাপ। সব মিলিয়ে যেন মাস্টারস্ট্রোক দিয়েছেন পরিচালক। সামনেই পঞ্চায়েত ভোট, চায়ের কাপে চুমুক দিতে দিতে বাঙালি এখন মেতে রাজনৈতিক আলোচনায়। সেই সুযোগকেই কি কাজে লাগাতে চেয়েছেন পরিচালক? সম্ভাবনা কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শকেরও মোটের উপর ভাল লেগেছে এই ছবির ট্রেলার। একজন লিখেছেন, “বেশ কয়েক বছর হল হিন্দি ছবিতে বাঙালিদের নিয়ে কিছু দেখানো হয়নি। ধন্যবাদ করণ জোহর।” আবার কিছু জনের প্রশ্ন, “করণ জোহর এই কয়নেজ জানলেন কোথা থেকে? বাংলার রাজনীতি নিয়ে তবে কি তাঁরও রয়েছে কৌতূহল?” ছবিটিতে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। সে ক্ষেত্রে ‘খেলা হবে’র জনপ্রিয়তা কি করণের কাছে পৌঁছে দিয়েছেন তাঁরাই?  রয়েছেন জয়া বচ্চন থেকে শাবানা আজমিসহ গুণী মানুষেরা। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে এই ছবি। ট্রেলার দর্শকের বেশ ভাল লেগেছে। বহু বছর পর করণ পরিচালনায়। উন্মাদনাও রয়েছে বিস্তর। গোটা ছবি কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার।