Amitabh-Jaya: ‘একমাত্র অমিতাভই পারেন…’, জয়ার মুখে হাসি দেখে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া
Viral Video: অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন, বলিউডের এই রিল লাইফ জুটিকে নিয়ে চর্চা বরাবরই থাকে তুঙ্গে। এই জুটির মধ্যে যে তালমিল রয়েছে তা বলিউডের অনেক জুটি ধরে রাখতে পারেননি।
জয়া বচ্চন সঙ্গে বরাবরই পাপারাৎজিদের সম্পর্ক খুব একটা পোক্ত নয়। অধিকাংশ সময় দেখা যায় তাঁকে মেজাজ হারিয়ে সকলের সঙ্গে কথা বলতে। মুহূর্তে তাঁর সেই রাগী লুক ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও কিছুতেই যেন খুশি নন জয়া বচ্চন। প্রতিটা পদে পদে কীসের তাঁর এত রাগ! এত অভিমান! সে উত্তর আজও খুঁজে নেট দুনিয়া। শেষ মুক্তি পাওয়া ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’তেও তাঁকে এমনই একটি চরিত্র দেওয়া হয়। যেখানে তাঁর মুখে হাসি ফোটাতে নাজেহাল হতে হয়েছিল আলিয়া ভাটকে। তবে এবার সেই চেনা লুকে জয়া বচ্চন বেশ খানিকটা অপরিচিত। স্বামী অমিতাভ বচ্চনের পাশে বসে, মুখে ফুটল হাসি।
কোনও এক শুটিং সিটি তৈরি হয়ে বসে ছিলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। এমনই সময় হঠাৎই সেলফি মোডে ভিডিয়ো তুলতে শুরু করেন অমিতাভ বচ্চন। নিজের ছবি তোলার পর ক্যামেরা জবাব হচ্ছে না দিকে নিয়ে যেতে মুখে হাসি ফোটে জয়ার। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া শেয়ার করতেই কমেন্ট বক্সে মুহূর্ত হাজির হয়ে গেলেন যাকে নিয়ে চুলচেরা বিচারে। কেউ অভিনেত্রীকে কটাক্ষ করে লিখলেন একমাত্র অমিতাভ বচ্চনই পারেন, জয়া বচ্চনের মুখে হাসি ফোটাতে। কেউ আবার সরাসরি প্রশ্ন করে বসলেন, জয়া বচ্চনের মুখে হাসি? অনেকে আবার এই জুটিকে অনেক আদর ও ভালবাসা জানালেন ইমোজি ও কমেন্ট এর মাধ্যমে।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন, বলিউডের এই রিল লাইফ জুটিকে নিয়ে চর্চা বরাবরই থাকে তুঙ্গে। এই জুটির মধ্যে যে তালমিল রয়েছে তা বলিউডের অনেক জুটি ধরে রাখতে পারেননি। বহু ঝড় বই গিয়েছে এই সংসারের ওপর দিয়ে, তবু জয়া বচ্চন শক্ত হাতে আঁকড়ে রেখেছেন বচ্চন পরিবার। যার যথাযথ সম্মান তাঁকে দিয়ে থাকেন অমিতাভ।
View this post on Instagram