World Radio Day: ২২ বছর বয়সেই রেডিও জকি, স্মৃতি ফিরে দেখলেন ‘RJ আয়ুষ্মান’

কেন হঠাৎ রেডিয়ো জক হওয়ার ইচ্ছে হল তাঁর? কেন বেছে নিয়েছিলেন এমন এক পেশা?

World Radio Day: ২২ বছর বয়সেই রেডিও জকি, স্মৃতি ফিরে দেখলেন 'RJ আয়ুষ্মান'
২২ বছর বয়সেই রেডিও জকি, স্মৃতি ফিরে দেখলেন 'RJ আয়ুষ্মান
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 5:02 PM

RJ আয়ুষ্মান– মনে পড়ে নামটা? সকালবেলা গরম গরম শো নিয়ে যিনি হাজির হতেন এক জনপ্রিয় রেডিয়ো স্টেশনে। ছেলেটি তখনও আয়ুষ্মান খুরানা হয়নি। কতই বা বয়স? মেরেকেটে ২২। বিশ্ব বেতার দিবসে সেই স্মৃতি হাতড়ে দেখলেন অভিনেতা তথা প্রাক্তন আরজে।

তাঁর কথায়, “ওই ছিল আমার প্রথম চাকরি। ওরা আমায় সকালে শো দিয়েছিল। বেশ ভালভাবেই আমার শো প্রমোট করেছিল ওরা। দিল্লির হোর্ডিংয়ে ছিল আমার ছবি।” রেডিয়োর পুরনো দিনের গান বাজানো বা রেট্রো স্টেশন চালু করেছিলেন তিনিই। তাঁর কথায়, “আমার বয়স তখন ২২। আমি নিশ্চিত তখন আমার বয়সী আর কারও বলিউডের পুরনো গানের উপর এত দখল ছিল না।”

কেন হঠাৎ রেডিয়ো জক হওয়ার ইচ্ছে হল তাঁর? কেন বেছে নিয়েছিলেন এমন এক পেশা? তাঁর স্পষ্ট উত্তর, “ওই সময়টা নিজেকে গড়ার সময়। তুমি যাই করবে হয় তা তোমায় গড়বে না হয় ভাঙবে। আমি ভাগ্যবান ছিলাম যে আমায় ঘিরে রেখেছিলেন কিছু শিল্প সচেতন মানুষ।” জনপ্রিয় শো’র সঞ্চালক ছিলেন, যে কয়দিন রেডিয়োর সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল তাঁর, রেডিয়ো তাঁকে কী দিয়েছে? আয়ুষ্মানের উত্তর, “রেডিও সাফল্য আমার মনে ভরসা জুগিয়েছে বিনোদন শিল্পী হতে। আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে। ফিরে তাকালে মনে হয় আলাদা ধাঁচের কনসেপ্টই আমার পছন্দ ছিল আর সেই কারণেই এখন ছবির বাছাইয়ের ক্ষেত্রে হাতেগরম খানিক আলাদা টপিকই আমি পছন্দ করি।”

২০১২ সালে ভিকি ডোনর ছবির মধ্যে দিয়েই বলিউডে ডেবিউ হয় আয়ুষ্মানের। তাঁর হিট মেশিন আজও চলছে। আয়ুষ্মান মানেই সেই ছবিতে সতেজতা, কিছু আলাদা করে করে দেখানোর প্রয়াস। আর এই প্রয়াস ও সাহস নিয়ে এসেছে তাঁর ভিতরের আরজে স্বত্বাই, দাবি অভিনেতার।

আরও পড়ুনValentine’s Day: টিন্ডার-প্রেম… App মুঝে অচ্ছে লগনে লগে

আরও পড়ুনValentine’s Day: ‘টক-ঝাল-মিষ্টি লজেন্সের মতোই আমাদের সম্পর্কে ওঠানামা এসেছে’, এক দৃষ্টিহীন প্রেমিকের আত্মকথা