Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rhea Chakraborty: সুশান্ত-মৃত্যুর প্রায় দু’বছর পর কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী

ছবি শেয়ার করেছেন রিয়া নিজেই। লিখেছেন, "গতকাল বছর দুয়েক পর কাজে গিয়েছিলাম। এই কঠিন সময়ে যে বা যারা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।

Rhea Chakraborty: সুশান্ত-মৃত্যুর প্রায় দু'বছর পর কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী
কাজে ফিরলেন রিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 4:58 PM

২০২০-র জুন মাস থেকে ২০২২-এর ফেব্রুয়ারি– মাঝখানে প্রায় দুই বছরের ব্যবধান। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর প্রায় দু’বছর পর কাজে ফিরলেন রিয়া চক্রবর্তী। এক রেডিয়ো স্টেশনের কোনও এক টক শো’য়ে দেখা গেল তাঁকে। তাঁর মুখে হাল না ছাড়ার কথা। নতুন ভাবে জীবন শুরু করা কথা। আজ থেকে তিনি #rhenew…

ছবি শেয়ার করেছেন রিয়া নিজেই। লিখেছেন, “গতকাল বছর দুয়েক পর কাজে গিয়েছিলাম। এই কঠিন সময়ে যে বা যারা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হয়ে যাক না কেন সূর্যের তো উদয় হয়ই, তাই হাল ছেড়ো না।”

হাতে ক্রিপ্ট, সামনে মাইক, মুখে হাসি… স্বাভাবিকত্বে ফিরেছেন তিনি। বলছে এই ছবিই। কমেন্ট বাক্স ভেসেছে অনুরাগীদের শুভেচ্ছায়। প্রিয় বন্ধু শিবানী দান্ডেকরও লিখেছেন, “হ্যাঁ মেয়ে, এগিয়ে যা”। শুধুই কি শিবানী? পত্রলেখা থেকে শুরু করে মল্লিকা দুয়া রিয়ার নতুন ইনিংসে জানিয়েছেন শুভেচ্ছা। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। আত্মহত্যা না খুন… সেই রহস্যের এখনও কিনারা হয়নি। তবে তাঁর রহস্য মৃত্যু বলিউডের দিকে আঙুল তোলে সরাসরি।

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। তিনি ছিলেন সুশান্তের প্রেমিকা জল গড়িয়েছিল অনেক দূর। নেটিজেনদের কাঠগড়ায় দোষী ছিলেন তিনি। এরই মধ্যে মাদক মামলায় নাম জড়ায় রিয়া ও ভাই শৌভিকের। দুইজনই মাদক মামলায় হাজতবাস করেছেন। ছাড়াও পেয়েছেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। সে সব এখন অতীত। গত বছর মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি চেহরে। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছিলেন রিয়া। বক্স অফিসে যদিও সেই ছবি হিট হয়নি।

শোনা গিয়েছিল বিগবসের ১৫ তম সিজনে অংশ নেওয়ার জন্য রিয়ার কাছে গিয়েছিল মোটা টাকার অফার। কিন্তু রিয়া নাকি রাজি হননি। বিতর্কিত জীবনে আরও বিতর্ক না বাড়াতেই নাকি রিয়া পিছিয়ে গিয়েছিলেন ওই টাকার প্রলোভন সত্ত্বেও। তবে বলিউডে তিনি যে আবার কাম্ব্যাক করতে চাইছেন, সে কথা বারেবারেই বলছিল রিয়ার ঘনিষ্ঠ মহল। অবশেষে সেই দিন আগত। কাজে ফিরেছেন রিয়া। বলিউড তথা দর্শক কি আবারও গ্রহণ করতে পারবেন তাঁকে? তা বলবে সময়।

আরও পড়ুন: Shehnaaz Gill: যদি ডানা মেলে উড়তে পারতাম: শেহনাজ় গিল

আরও পড়ুন: Deepika Padukone-Gehraiyaan: ‘গেহরাইয়াঁ’তে অভিনয় করেছেন দীপিকার বোন অনিশাও! তাঁকে স্পট করলেন অনুরাগীরাই

আরও পড়ুন: Lata Mangeshkar-Noor Jehan: ‘লতাকে পেয়ে আমি ভাগ্যবতী’, বলেছিলেন পাকিস্তানের সুরসম্রাজ্ঞী নুর জাহান