‘ইয়ে রিশতা ক্যায়া…’র ছোট্ট Naksh-কে মনে আছে? এখন সে কেমন দেখতে হয়েছে জানেন

আর ছোটটি নয় সে। বয়স হয়েছে ১৬। কিছুদিন আগেই দশম শ্রেণীর পরীক্ষাও পাশ করেছে সে। যদিও ইনস্টাগ্রামে সে এখনও বেশ জনপ্রিয়।

'ইয়ে রিশতা ক্যায়া...'র ছোট্ট Naksh-কে মনে আছে? এখন সে কেমন দেখতে হয়েছে জানেন
নক্ষ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2021 | 10:34 PM

নক্ষ সিংহানিয়া কে মনে আছে? জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশ্তা ক্যায়া কহলেতা হ্যায়’-এ যার অভিনয় মন কেড়েছিল সবার। করণ মেহরা এবং হিমা খানের ছেলের চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট নক্ষ। নক্ষের আসল নাম শিবাংশ কোটিয়া।

তবে আর ছোটটি নয় সে। বয়স হয়েছে ১৬। কিছুদিন আগেই দশম শ্রেণীর পরীক্ষাও পাশ করেছে সে। যদিও ইনস্টাগ্রামে সে এখনও বেশ জনপ্রিয়। কিছু দিন আগেই ১৬ বছরের জন্মদিন পালন করেছে সে। সে ছবি শেয়ারও করেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও যে ধারাবাহিক থেকে তার কেরিয়ারের সূত্রপাত সেই ধারাবাহিক কিছুতেই ভুলতে পারে না নক্ষ। প্রমাণ, তাঁর সামাজিক মাধ্যম।

মাঝেমধ্যেই থ্রো-ব্যাক ভিডিয়ো শেয়ার করে সে। তাঁর এক বোন রয়েছে। নাম নভিকা। নভিকাও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে বহু ধারাবাহিকে।

আরও পড়ুন, ‘ফ্যামিলি ম্যান’-এ নয়, বাস্তবে মনোজ এবং সাহাবের কেমন সম্পর্ক?

তবে শুধু ‘ইয়ে রিশতা…’তেই নয়। নক্ষ অভিনয় করেছে শ্রীদেবীর সঙ্গেও। ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আপাতত পড়াশোনাতেই মনোনিবেশ করেছে ছোট্ট নক্ষ। তবু দর্শকমনে সেই ছোট্ট নক্ষের স্মৃতি আজও অমলিন। আবারও কি তিনি ফিরবেন বিনোদন জগতে? সে জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।