ঘুমের মধ্যেই মৃত্যু! মাতৃহারা হলেন বোমান ইরানি

ইনস্টাগ্রামে মায়ের এক সাদা-কালো ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "৩২ বছর বয়স থেকেই বাবা এবং মা দুজনের ভূমিকাই পালন করে গিয়েছে আমার মা। অসাধারণ একজন মানুষ ছিলেন। ভীষণ মজার। খেতে ভালবাসতেন। উইকিপিডিয়া এবং আইএমডিবি ছিল তাঁর নখ দর্পণে।"

ঘুমের মধ্যেই মৃত্যু! মাতৃহারা হলেন বোমান ইরানি
মায়ের সঙ্গে বোমান
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2021 | 10:58 PM

প্রয়াত হলেন অভিনেতা বোমান ইরানির মা জেরবানু ইরানি। বুধবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যার কারণেই প্রয়াত হন তিনি।

ইনস্টাগ্রামে মায়ের এক সাদা-কালো ছবি পোস্ট করে বোমান লিখেছেন, “৩২ বছর বয়স থেকেই বাবা এবং মা দুজনের ভূমিকাই পালন করে গিয়েছে আমার মা। অসাধারণ একজন মানুষ ছিলেন। ভীষণ মজার। খেতে ভালবাসতেন। উইকিপিডিয়া এবং আইএমডিবি ছিল তাঁর নখ দর্পণে।” বোমান যোগ করেন, “মা সবসময় বলতেন লোকে তোমায় প্রশংসা করবে সেই কারণে তুমি অভিনেতা নও। তুমি অভিনেতা যাতে তুমি মানুষকে হাসাতে পার।”

View this post on Instagram

A post shared by Boman Irani (@boman_irani)

অভিনেতা জানান মৃত্যুর আগের রাতেও নাকি তাঁর মা মালাই কুলফি এবং আম খেতে চেয়েছিলেন। কিন্তু তা যদি আর সম্ভব হয়নি। অভিনেতার এই বিরাট ক্ষতিতে শোক প্রকাশ করেছেন দিয়া মির্জা, লারা দত্তসহ ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরাও।

আরও পড়ুন, ‘ফ্যামিলি ম্যান’-এ নয়, বাস্তবে মনোজ এবং সাহাবের কেমন সম্পর্ক?