৩০০ বার অডিশনে ব্যর্থ হয়ে অবশেষে সুযোগ পান এই অভিনেতা!
রণবীর সিং অভিনীত 'এইট্টি থ্রি'তে দেখা যাবে তাহিরের অভিনয়। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের চরিত্রে অভিনয় করেছেন।
অভিনেতা তাহির ভাসিন। ২০১৪-এ মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে মুখ্য অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার আগে ২০১২-এ ‘কিসমত লাভ পেয়াসা দিল্লি’, ২০১৩-এ ‘কাই পো চে’-র মতো ছবি অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু এই সুযোগ পেতে তাঁকে বহু বছর অপেক্ষা করতে হয়েছিল। ২৫০ থেকে ৩০০ বার অডিশন দিয়েও ব্যর্থ হন তিনি। সদ্য এক সাক্ষাৎকারে সেই স্ট্রাগলের কথা তুলে ধরেছেন।
তাহিরের কথায়, “আমি অনেক স্বপ্ন নিয়ে মুম্বইতে এসেছিলাম। বাড়িভাড়া পেতে তিন মাস লেগেছিল। আর অভিনয়ের সুযোগ পেতে তো আরও সময় লেগেছিল। ছবি, বিজ্ঞাপন মিলিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ বার অডিশনে ব্যর্থ হয়েছিলাম। তবে সেই ব্যর্থতা থেকে যা শিখেছিলাম ‘মর্দানি’র অডিশনে উজার করে দিয়েছিলাম।”
রণবীর সিং অভিনীত ‘এইট্টি থ্রি’তে দেখা যাবে তাহিরের অভিনয়। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের চরিত্রে অভিনয় করেছেন। তার জন্য কঠিন পরিশ্রম করে ক্রিকেটের টেকনিক শিখতে হয়েছে। ধীরে ধীরে বলিউডে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাচ্ছেন। এই ইন্ডাস্ট্রিতে কাজের স্বপ্ন নিয়ে যাঁরা মুম্বই যান, তাঁদের উদ্দেশ্যে তাহিরের একটাই বার্তা। ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। নিজেরে তৈরি করতে হবে। কাজের প্রতি ভালবাসা থাকলে সুযোগ আসবেই।
আরও পড়ুন, রোশনের সঙ্গে থাকতে চান না, ফের সেই সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?