Salman-Katrina-Tiger 3: সলমন-ক্যাটরিনার ছবি ‘টাইগার থ্রি’-র মুক্তির তারিখ পরিবর্তন

Salman-Katrina-Tiger 3: এই ছবিতে শাহরুখ খান ক্যামিও করছেন। আবার শাহরুখের ‘পাঠান’ ছবিতে সলমন করছেন ক্যামিও।

Salman-Katrina-Tiger 3: সলমন-ক্যাটরিনার ছবি ‘টাইগার থ্রি’-র মুক্তির তারিখ পরিবর্তন
পিছিয়ে গেল সলমন-ক্যাটরিনার 'টাইগার থ্রি' ছবির রিলিজ ডেট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 8:20 AM

সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ভক্তদের জন্য দুঃখের খবর। তাঁদের অপেক্ষা আরও বাড়িয়ে দিলেন স্বয়ং সলমন খান। আজ তিনি সোশ্যাল মাধ্যমে নিজেই জানালেন, তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার থ্রি’র (Tiger 3) রিলিজ ডেট পরিবর্তন করা হচ্ছে। ২০২৩ সালের ঈদের সময় অর্থাৎ ২১ এপ্রিল কথা ছিল সলমন-ক্যাটরিনার অফস্ক্রিন রসায়ন আবার দেখা যাবে। তবে সেটা হচ্ছে না। ছবির মুক্তির ডেট পিছিয়ে এবার খবর ২০২৩ সালের দিওয়ালিতে আসবে সিনেমা হলে ‘টাইগার থ্রি’। মানেশ শর্মা পরিচালিত এই ছবি হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে।

সলমন-ক্যাটরিনা অভিনীত ছবি শুধু আগামী বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এমন নয়, খবর রয়েছে কমল হাসান অভিনীত শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ও মুক্তি পেতে পারে সেই সময়। তবে এখনও অফিশিয়াল কোনও খবর নেই কমল হাসানের ছবি রিলিজ ডেটের।

সলমন-ক্যাটরিনার বেশ কিছু স্ট্যান্টের দৃশ্য রয়েছে ‘টাইগার থ্রি’ ছবিতে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’তেও ক্যাটরিনাকে বেশ কিছু স্ট্যান্ট করতে দেখা গিয়েছিল। বলা ভাল সলমন অনেকটা জায়গা ছেড়ে দিয়েছিলেন তাঁর লেডি লাভকে। সেই সময় সকলেই ভেবেছিলেন সলমন-ক্যাটের পর্দার রসায়ন পর্দার বাইরেও দেখা যেতে পারে। কিন্তু ভক্তদের সেই আশায় জল ঢেলে ক্যাটরিনা ভিকি কৌশলকে বিয়ে করে নেন। তাই এখন দুইজনকে অনস্ক্রিন দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে চান ভক্তরা।

এই ছবিতে শাহরুখ খান ক্যামিও করছেন। আবার শাহরুখের ‘পাঠান’ ছবিতে সলমন করছেন ক্যামিও। সলমনের সঙ্গে কাজ করার বিষয়ে একবার শাহরুখ জানিয়েছিলেন যে, সল্লুর সঙ্গে কাজের কোনও অভিজ্ঞতা নেই। বরং রয়েছে বন্ধুত্বপূর্ণ ভালবাসা। “সহঅভিনেতা কম, ভাই বেশি সলমন। পুরো একটা ছবিতে কখনও আমরা কাজ করিনি। বছরে ৪-৫ দিনের বেশি কখনই কাজ করা হয় না আমাদের। তবে যখনই কাজ করি তাতে খুব মজার অভিজ্ঞতা হয়,” যোগ করেছিলেন বলিউড বাদশা। সলমন-শাহরুখ জুটি ‘কুছ কুছ হোত হ্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেন। তারপর এতটা কাজ একসঙ্গে আর না করলেও একে অপরের ছবিতে ক্যামিও করেছেন। মাঝে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদের সময় শাহরুখ-সলমন বিবাদের গুঞ্জন থাকলেও তা প্রকাশ্যে কখনও আসে না। এখন অবশ্য সব অতীত, দুইজনের বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো।