Ranveer-Deepika: সলমন-শাহরুখের প্রতিবেশী হলেন রণবীর সিং, ১১৯ কোটি দিয়ে কিনলেন কোয়াড্রুপ্লেক্স
Ranveer-Deepika: শাহরুখ খান, সলমন খান সহ আরও অনেক বি-টাউন সেলেবরা থাকেন মুম্বইয়ের ব্যান্ডস্যান্ড আর জুহুতে। বলা যেতে পারে এই জায়গাগুলো সেলেবদের খুব প্রিয়।
শাহরুখ খান, সলমন খান সহ আরও অনেক বি-টাউন সেলেবরা থাকেন মুম্বইয়ের ব্যান্ডস্যান্ড আর জুহুতে। বলা যেতে পারে এই জায়গাগুলো সেলেবদের খুব প্রিয়। ফলে মুম্বইয়ের এই অঞ্চলের জায়গার দামও প্রচুর। সেখানে ফ্ল্যাট কিনতে গেলে পকেটের জোর থাকা চাই। কেন হচ্ছে এই কথা? খবর বলছে এইখানে ফ্ল্যাট কিনেছেন রণবীর সিং এবং তাঁর বাবা জুগজিৎ সুন্দরসিংহ ভাবনানি। রণবীর ব্যবসায়ী পরিবারের ছেলে। ওহ ফাইভ ওহ মিডিয়া ওয়ার্কস এলএলপি নামে একটি কোম্পানির ডিরেক্টর বাবা-ছেলে। তাঁরা দুজনে মিলে সাগর রেশম নামে একটি বিল্ডিংয়ে ১৬- ১৭-১৮-১৯ তলায় অর্থাৎ চারটি তলা মিলিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। যেটা পশ্চিম বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে।
রণবীর সিং এই কোয়াড্রুপ্লেক্স ফ্ল্যাটটি ১১৯ কোটি টাকায় কিনেছেন বলেই ইনডেক্সট্যাপের তরফ থেকে নথিগুলি দেখিয়েছে। এই সম্পত্তির বিক্রেতা হলেন এনোরম নাগপাল রিয়্যাল স্টেট। যার অংশীদার হলেন সাগর দেওয়ান এবং অমিত অমরলাল নাগপাল। খবর বলছে, গত ৮ জুলাই সম্পত্তি রেজিস্টার করা হয়েছে। সম্পত্তির চুক্তি মূল্য ১১৮.৯৪ কোটি টাকা আর স্ট্যাম্প ডিউটি পড়েছে ৭.১৩ কোটি টাকা। সম্পত্তির কার্পেট এলাকা ১১,২৬৬ বর্গফুট এবং টেরেস এলাকা ১,৩০০ বর্গফুট। সম্পত্তিটিতে ১৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। জুগজিৎ সুন্দরসিংহ ভাবনানি বা সাগর দেওয়ানের তরফে যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই সম্পত্তি কেনার বিষয়ে।
“বান্দ্রা-জুহু এলাকা টিনসেল শহরের মধ্যে প্রিয়। অতএব, আমরা এই লেনদেন দেখে বিস্মিত নই। সুপারস্টার সলমন খান এবং শাহরুখ খান আশেপাশে বসবাস করার কারণে ব্যান্ডস্ট্যান্ড জায়গাটির বিশেষ চাহিদা রয়েছে। এই চুক্তিটি প্রতি বর্গফুটে মাত্র ১ লক্ষেরও বেশি হারে সম্পন্ন হয়েছে, কারণ সম্পত্তিটি একটি প্রশস্ত টেরেস এবং বেশ কয়েকটি গাড়ি পার্ক সহ বিলাসবহুল চুক্তিসহ হয়েছে,” বলেছেন অভিষেক কিরণ গুপ্ত, সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা, সিআরই ম্যাট্রিক্স এবং ইনডেক্সট্যাপ। ২০২১ সালের সেপ্টেম্বরে দীপিকা পাডুকোণ এবং তাঁর স্বামী রণবীর সিং আলিবাগে ২২ কোটি টাকায় একটি বাড়ি কিনেছিলেন। এবার বাবার সঙ্গে রণবীর কিনলেন এই কোয়াড্রুপ্লেক্স ফ্ল্যাটটি।