Ranbir-Alia: বহুদিন পর রণবীরকে দেখেই আলিয়ার কাণ্ড চোখে জল আনবে আপনারও
Ranbir Kapoor: আলিয়াকে নিতে এসেছেন স্বামী রণবীর কাপুর
কাউকে খুব ভালবাসেন? বহুদিন তাঁর সঙ্গে দেখা হয় না? বা ধরুন চাকরিসূত্রে আপনি অথবা আপনার পার্টনার বাইরে। কথা হয় ফেসটাইম অথবা ভিডিয়ো কলে। তাহলে রণবীর-আলিয়ার ভাইরাল এই ভিডিয়ো চোখে জল আনবে আপনারও। অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রথম হলিউফ ছবি ‘হার্ট অব স্টোন’-এ অভিনয় করছিলেন আলিয়া। শুটিং চলছিল ইউরোপে। রণবীর সেখানে যাননি। রবিবার সকালে মুম্বই ফেরেন তিনি। তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জি। আলিয়াও মিষ্টি হেসে গাড়ির মধ্যে উঠতে যাবেন আচমকাই চোখে পড়ে গাড়ির ভিতর ও কে?
আলিয়াকে নিতে এসেছেন স্বামী রণবীর কাপুর। তৎক্ষণাৎ আনন্দে চিৎকার করে ওঠেন আলিয়া। একছুট্টে ‘বেবি’ বলে চলে যান গাড়ির দিকে। জড়িয়ে ধরেন রণবীরকে। হাত ধরে বসে থাকেন বেশ কিছুক্ষণ। মুখে জুড়ে তখন তাঁর চওড়া হাসি। রণবীরও সাড়া দেন সেই আদরে। ভিডিয়ো পোস্ট হতেই নেটিজেনদের মধ্যেও আলোচনা। এই মিষ্টি মুহূর্ত যে নাড়িয়ে দিয়েছে তাঁদেরও সে কথা মন্তব্য বক্সে লিখেছেন তাঁরাও। অনেকেই আবার লিখেছেন, “হবু সন্তান আজ বেশ খুশি। বাবা-মাকে একসঙ্গে পাবে সে”।
গত ২৭ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর ভাগ করে নেন আলিয়া ভাট। বেবিবাম্পের ছবিও শেয়ার করেন তিনি। এ ছাড়াও গতকাল অর্থাৎ শনিবারও তাঁর একটি ছবি ভাইরাল হয়। ছবিটি তাঁর আসন্ন সিনেমার শুটিংয়ের সময় তোলা হয়েছে। ওই ছবিতেও কার্যত স্পষ্ট আলিয়ার বেবিবাম্প। আপাতত শুটিং থেকে একটু ছুটি। এখন শুধুই পরিবারকে সময়, নিজেকে সময়। আর নতুন সদস্যর আগমনের কাউন্টডাউন।