Vicky-Katrina: বউ ক্যাটরিনার ইচ্ছেকেই প্রাধান্য দিলেন ভিকি কৌশল!

Vicky-Katrina: সদ্য ভিকির জন্মদিন পালন করলেন ক্যাটরিনা আমেরিকাতে। তার আগে মাদারস ডে-তে গিয়েছিলেন দুইজনে ক্যাটরিনার মায়ের কাছে লন্ডন।

Vicky-Katrina: বউ ক্যাটরিনার ইচ্ছেকেই প্রাধান্য দিলেন ভিকি কৌশল!
লন্ডনে ছুটি কাটানোর মুহূর্তে ক্যাট-ভিকি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 6:50 PM

বিয়ের বয়স মোটে সাত মাস। এরমধ্যেই গৃহিণীর কথাই শিরোর্ধায্য বরের। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) আর ভিকি কৌশল (Vicky Kaushal) ডিসেম্বর ২০২১ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বিয়ের পর থেকেই দুজনে যেমন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তেমন সব অনুষ্ঠান বা ছোট্ট ছোট্ট ঘুরতে যাওয়াগুলোও রয়েছে তাঁদের। সদ্য ভিকির জন্মদিন পালন করলেন ক্যাটরিনা আমেরিকাতে। তার আগে মাদারস ডে-তে গিয়েছিলেন দুইজনে ক্যাটরিনার মায়ের কাছে লন্ডন। মাসখানিক ঘুরে আবার যে যাঁর কাজে ব্যস্ত। এর মাঝে দুইজনে তাঁদের সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ছবি দিয়ে থাকেন। কখনও ক্যাটরিনার ফটোগ্রাফির প্রশংসা করে ভিকি নিজের ছবি ইনস্টাতে দেন। আবার বউয়ের তারিফ করে দেন ছবি ও ক্যাপশনসহ আবেগঘন পোস্ট।

এবার বউয়ের আবদারে বদলে ফেললেন নিজের লুক ভিকি। ঘটনাটা কী?  কিছুদিন আগে হৃত্বিক রোশন তাঁর সোশ্যাল মিডিয়াতে নিজের দাড়িওয়ালা ছবি পোস্ট করেন। সঙ্গে জানান, তিনি তাঁর এই লুক খুব শীঘ্রই পরিবর্তন করতে চলেছেন। কিন্তু হৃত্বিকের দাড়িওয়ালা ছবিই পছন্দ ক্যাটরিনার। ‘ব্যাং ব্যাং’ সিনেমার নায়িকা তাঁর সহঅভিনেতার ছবিতে লাইক করে সেই ছবি স্বামী ভিকিকে ট্যাগ করেন। ভিকিও বউয়ের ইচ্ছেকে মান্যতা দিয়েছেন। তাঁর নতুন ভিডিয়ো সেই কথাই বলছে। সদ্য ভিকি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে তাঁকে প্রথমে টুপি দিয়ে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। তারপর তিনি টুপি সরিয়ে আসেন ‘ফেসিয়াল হেয়ার ফেস’ নিয়ে।

আসল ঘটনা কী? আসলে ভিকি ইনস্টাগ্রামে পুরুষদের গ্রুমিং ব্র্যান্ডের জন্য তাঁর বিজ্ঞাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটিতে ভিকিকে একটি ডোরাকাটা স্যুটে দেখা যাচ্ছে, যার ল্যাপেলে গোলাপ রয়েছে। তিনি একটি টুপি দিয়ে তাঁর মুখ ঢেকে রেখেছিলেন, যেটি তিনি ভিডিয়োর শেষের দিকে সরিয়ে দিয়েছিলেন তাঁর দাড়ি প্রকাশ্যে আনার জন্য। ভিডিয়ো পোস্টের সঙ্গে একটি বার্তাও রয়েছে, যেখানে লেখা, ‘সবে শুরু। অফিসিয়ালি  দাড়ি।’

বিজ্ঞাপনটি এসেছে মাত্র কয়েকদিন পর যখন ক্যাটরিনা একই ব্র্যান্ডের জন্য শ্যুট করা একটি বিজ্ঞাপনে হৃতিক রোশনের দাড়িওয়ালা চেহারার প্রতি তাঁর ভালবাসা দেখিয়েছিলেন। হৃতিকের ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, “এই দাডিওয়াল আবহকে ভালোবাসি।” সঙ্গে হৃদয়-চোখ এবং ফায়ার ইমোজি যোগ করেছিলেন। তিনি পোস্টটি ভিকিকে ট্যাগ করেছিলেন, তাঁর নামের পাশে ‘হুমম’ এবং একটি হারিয়ে যাওয়া চিন্তার ইমোটিকন যুক্ত করে। আপাতদৃষ্টিতে যেন পরামর্শ দিচ্ছেন যে ভিকিকে হৃতিকের চেহারা থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। ভিকি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাটরিনার পোস্টটি পুনরায় শেয়ারের পাশাপাশি ব্র্যান্ডটিকে ট্যাগ করে তাঁদের বলেছেন, “আমাদের কথা বলা দরকার।”

যদিও ভিকি তাঁর সোশ্যাল পোস্টে ব্র্যান্ডের সঙ্গে তাঁর নিজস্ব বিজ্ঞাপন শেয়ার করেছেন, ভক্তরা তাও মন্তব্য করেছেন যে ক্যাটরিনা এখন ‘সবচেয়ে সুখী ব্যক্তি’ বলে।  একজন ভক্ত লিখেছেন, “ক্যাটরিনার শক্তি,” অন্য একজন মন্তব্য করেছেন, “স্ত্রী  যখন বলেছেন তখন আপনাকে তা করতেই হবে)” তৃতীয় একজন লিখেছেন, “হে ঈশ্বর। স্ত্রীর জন্য যেকোন কিছু।” একজন ভক্ত বলেছেন, “বিয়ারডো আমাদের কথা বলার দরকার”… ক্যাটরিনা তাঁকে পেয়ে খুব ভাগ্যবান।”