Jawan Box Office Collection: ‘জওয়ান’ ঝড়ে কাঁপছে বিশ্ব, প্রথম দু’দিনে কত ব্যবসা করল কিং খান-এর এই ছবি?

Jawan: শাহরুখকে নিয়ে পাগলামোর ছবি ধরা  পড়েছে কলকাতাতেও। তবে এবার শাহরুখ আবেগ  ছাপিয়ে গিয়েছে সব কিছুকে। বৃহস্পতিবার ভোর ৫টায়  ‘জওয়ান’-এর ফার্স্ট শো। আর ওই সকালের শো রাখা হয়েছিল।

Jawan Box Office Collection: 'জওয়ান' ঝড়ে কাঁপছে বিশ্ব, প্রথম দু'দিনে কত ব্যবসা করল কিং খান-এর এই ছবি?
জওয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 8:14 PM

দিকে-দিকে এখন একটাই রব, তা হল ‘জওয়ান।’ এক কথায় বলতে গেলে, ‘জওয়ান’ ঝড়ে তোলপার দেশ থেকে বিদেশ। তিনি যে কিং তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শাহরুখ খান। প্রথম একদিনেই ছক্কার পর ছক্কা হাঁকিয়ে বক্সঅফিসে বাজিমাত করেছে ‘জওয়ান।’ প্রথম দু’দিনের মাথায় লাভের অঙ্ক কোথায় পৌঁছেছে জানা আছে? জানলে চক্ষু চড়ক গাছ হবে আপনারও।

চলতি বছরে ‘পাঠান’- সাড়া জাগানো সাফল্যের পর ফের আবারও ঝড় তুলছেন বাদশাহ। মুক্তির আগে থেকেই ‘জওয়ান’ নিয়ে দর্শকদের মধ্য়ে উন্মাদনা ছিল তুঙ্গে। ফার্স্ট ডে ফার্স্ট শো-এর ট্রেন্ডে গা ভাসিয়েছেন দর্শকরা। আর তারই প্রতিফলন বক্সঅফিসে। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার রিপোর্ট অনুযায়ী প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবি।

প্রসঙ্গত, এর আগে শাহরুখের আরও একটি সুপার হিট ছবি ‘পাঠান’ প্রথম দিনে বিশ্বব্যপী ১০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে। এবার তাকেও হারিয়ে দিয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান।’ এই বিষয়ে তরণ আদর্শ এক্স-এ জানিয়েছেন, গোটা বিশ্বে ঝড় তুলছে ‘জওয়ান।’ এককথায় আন্তর্জাতিক বাজারেও নিজের আধিপত্য় বিস্তার করেছেন শাহরুখ। Sacnilk.com-এর রিপোর্ট বলছে, ৭৫ কোটির মধ্যে ৬৫ কোটিই এসেছে হিন্দি ভারসন থেকে। বাকি ১০ কোটির মধ্যে ৫ কোটি তামিল ও ৫ কোটি এসেছে তেলেগু থেকে।

শাহরুখকে নিয়ে পাগলামোর ছবি ধরা  পড়েছে কলকাতাতেও। তবে এবার শাহরুখ আবেগ  ছাপিয়ে গিয়েছে সব কিছুকে। বৃহস্পতিবার ভোর ৫টায়  ‘জওয়ান’-এর ফার্স্ট শো। আর ওই সকালের শো রাখা হয়েছিল। এবং সেই শো ছিল হাউজফুল। শুধু কলকাতা নয়, দেশজুড়ে ‘জওয়ান’-এর জন্য  রাত জেগেছে ভক্তরা। আর ভক্তদের এই আবেগ, উন্মাদনা দেখার জন্য জেগে বসেছিলেন স্বয়ং বাদশাহ নিজেও।