Ranveer Singh Controversy: নগ্ন রণবীরকে ঢাকতে মরিয়া, সুপারস্টারের জন্য শুরু এবার বস্ত্রদান

Viral Video: টিভি নাইনের ক্যামেরায় তেমনই এক ছবি ধরা পড়ল। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে যা হয়ে উঠল ভাইরাল। ইন্দোরে রণবীর সিং-এর নামে বিতরণ করা হচ্ছে বস্ত্র।

Ranveer Singh Controversy: নগ্ন রণবীরকে ঢাকতে মরিয়া, সুপারস্টারের জন্য শুরু এবার বস্ত্রদান
রণবীর সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2022 | 10:30 AM

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিং-এর নগ্ন ফটোশুট। শরীরে নেই একটি সুঁতোও, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া রণবীরকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। না, কেবল চর্চাই নয়, এই শুটকে কেন্দ্র করে রীতিমত আইনিজটেও পড়তে হয়েছে তাঁকে। রণবীরের ফ্যাশন নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। সুপারস্টারের বিভিন্ন সময় বিভিন্ন পোশাক বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে যা নেটপাড়ায়। তবে এবার রণবীর সিং যা করলেন, তাতে এক কথায় সকলেই চমকে গেলেন। এক ম্যাগাজিন সংস্থার হয়ে ফটোশুটে তিনি বোল্ড লুকে ধরা দিলেন ক্যামেরার সামনে। কোনও প্রপ ছাড়াই ঢাকলেন গোপনাঙ্গ।

তবে এই রণবীরকে মেনে নিতে নারাজ সোশ্যাল মিডিয়ার একাংশ। বারে বারে ট্রোল থেকে শুরু করে চরম নিন্দা করেছেন রণবীরের এই ফটোশুটের যারা, তাদেরই দেখা গিয়েছে ফটোশপ করে রণবীরকে পোশাক পড়াতে। তবে সবটাই তখন চলছিল খাতায় কলমে হাসির খোরাক হিসেবে। কেউ কেউ মিম করে লেখেন, রণবীরকে অভিকাংশ সময়ই দেখা যায় স্কার্ট বা অড পোশাকে, তবে কি দীপিকা তাঁকে পোশাক আর দিচ্ছেন না! এই প্রশ্নের জেরেই কি এবার রণবীরের উদ্দেশ্যে ব্স্ত্র দান!

সম্প্রতি টিভি নাইনের ক্যামেরায় তেমনই এক ছবি ধরা পড়ল। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে যা হয়ে উঠল ভাইরাল। ইন্দোরে রণবীর সিং-এর নামে বিতরণ করা হচ্ছে বস্ত্র। রণবীরের ছবি রেখে প্রকাশ্যে লেখা নগ্ন রণবীরকে ঢাকতে হবে। একটি বিশালাকার খাঁচায় জমা পড়ছে স্টারের নামে পোশাক। কেউ আনছেন ব্র্যান্ডেড পোশাক, কেউ আবার আনছেন বাড়ি থেকে। বক্সে ভরে দিয়ে যাচ্ছেন যার যেমন সুবিধে তেমনটা। মুহূর্তে এই ছবি নজর কাড়ে নেটিজ়েনদের। ইন্দোরের বাসিন্দারা এভাবেই এগিয়ে এসেছেন নগ্ন রণবীরকে পোশাক পরাতে। এই ভিডিয়ো ঘিরেই এখন চাঞ্চল্যতা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রে রণবীর সিং। যদিও সম্পূর্ণ বিষয়টা নিয়ে এখনও চুপ সুপারস্টার।