Goodbye box office day 1 collection: রশ্মিকার ডেবিউ ছবি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’, প্রথম দিন কত আয় করল
Goodbye box office day 1 collection: এই বছর অন্যতম বক্স অফিস হিট ছবি ‘পুষ্পা’। সেই ছবি থেকেই রশ্মিকাকে নিয়ে উন্মাদনা শুরু।
অমিতাভ বচ্চন (Amitabh bachchan) অভিনীত ছবি ‘গুডবাই’ (Goodbye) প্রথম দিনে কী রকম ফল করল তার পরিসংখ্যান এসে গিয়েছে। আর সেই সংখ্যা মোটেও ভাল নয়। ১ কোটিও আয় করতে পারেনি এই ছবি প্রথম দিন। ৯০ লাখে এসে থেমে গিয়েছে। এই ছবি দিয়ে বলিউড ডেবিউ করলেন ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণের নায়িকা রশ্মিকা মনদানা (Rashmika mandana)। এই বছর অন্যতম বক্স অফিস হিট ছবি ‘পুষ্পা’। সেই ছবি থেকেই রশ্মিকাকে নিয়ে উন্মাদনা শুরু। যদিও কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবি দিয়ে রশ্মিকা বলিউড ডেবিউ করবেন, কিন্তু কোভিডের কারণে সেই ছবির রিলিজ পিছিয়ে যায়। আর আগে মুক্তি পায় ‘গুডবাই’।
ছবি মুক্তির আগে চিন্তায় ছিলেন রশ্মিকা। তাঁকে সাহস জোগালেও, বক্স অফিস নিয়ে চিন্তাটা অমূলক ছিল না অভিনেত্রীর। তবে এই মুহূর্তে রশ্মিকা রয়েছেন মলদ্বীপ। ছবি রিলিজের দিনই তিনি উড়ে গিয়েছেন বেড়াতে। সঙ্গে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। যিনি তাঁর প্রেমিক বলে প্রবল গুঞ্জন রয়েছে। বিজয়েরও প্রথম হিন্দি ছবি ‘লাইগার’ও এই বছর মুক্তি পায়। সেই ছবিও বক্স অফিসে সারা ফেলতে ব্যর্থ হয়। সেই অর্থে প্রেমিক-প্রেমিকার প্রথম বলিউড যাত্রা মোটেও ভাল হল না, বলা যেতে পারে।
নীনা গুপ্তা অমিতাভের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে তাঁর মুত্যু আর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পুরো পরিবারের একত্রিত হওয়া নিয়ে ডার্ক কমেডি ছবি ‘গুডবাই’। ছবির টিকিটের মুল্য বৃদ্ধি নিয়ে নানা আলোচনা চলছে। তাই এই ছবির প্রযোজকরা ঠিক করেন টিকিটের মুল্য ১৫০ টাকায় বেঁধে দেওয়া কথা। তারপরও ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন আশাহত করেছে। অমিতাভের শেষ মুক্তি পাওয়া ছবি ‘ঝুন্ড’-এর প্রথম দিনের কালেকশন ছিল ১.৫ কোটি। এটা তার থেকেও কম হল।
একতা কাপুরের প্রযোজনা সংস্থা থেকে এই ছবি মুক্তির আগে একটি টুইট করে টিকিটের মুল্য কমানোর কথা ঘোষণা করা হয়। সেই ভিডিয়ো টুইটে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন বলছেন, ‘আমাদের ছবি ‘গুডবাই’ ৭ অক্টোবর আপনার কাছাকাছি সিনেমা হলে আসছে। আমরা ঠিক করেছি এই ছবির টিকিট হবে বিশেষ। ১৫০ টাকায় পাওয়া যাবে টিকিট। তাই অনুগ্রহ করে আপনাদের কাছাকাছি সিনেমা হলে সপরিবারে দেখতে যান। দেখা হবে সেখানে’। এই টুইটটি বিগ বি নিজের সোশ্যাল পেজেও শেয়ার করেছেন। ৭৯ বছর বয়সি অভিনেতার আহ্বানে সাড়া তেমনভাবে দর্শক দিলেন না। আত্ম উপলব্ধি সহ মৃত্যুর মধ্যে দিয়ে জীবনকে উপভোগ করা, জীবনের উত্থান-পতনে পরিবারের ঝগড়াতে লুকিয়ে থাকে একাকীত্ব-এই গল্পই বলেছে অমিতাভ-রশ্মিকা অভিনীত ‘গুডবাই’।